‘মাসিক’ নিয়ে ‘চুপ’ থাকার সংস্কৃতি কমছে

মাসিক বা পিরিয়ড নারীদের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। স্বাভাবিক হলেও ‘মাসিক’ বা পিরিয়ড নিয়ে সামাজিকভাবে এখনও নানা ধরনের আতঙ্ক কাজ করে নারীদের। বিশেষ করে গ্রামের কর্মজীবী নারীরা বেশ আতঙ্কে থাকেন। কেউবা মাসিকের সময়টাতে ঘর থেকে বেরই হন না। যদিও সামাজিক ও পরিবার শিক্ষা এ বিষয়ে মেয়েদের সচেতন করে তুলতে পারে। আর এ সচেতনতার সৃষ্টিতে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারি সংস্থাও। তাদের...