করোনাকালে অন্তঃসত্ত্বা? জেনে নিন সতর্কতা
নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল পুরো বিশ্ব। পাশের দেশ ভারতের অবস্থা একেবারেই নাজুক। ভারতের তুলনায় যদিও এখনও বাংলাদেশের পরিস্থিতি অতটা নাজুক নয়। তবু স্বাস্থ্যবিধি মেনে না চললে কোভিড-অবস্থা ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।
করোনাকালে অনেক নারীই অন্তঃসত্ত্বা হচ্ছেন। এ সময় তাঁদের কী কী সতর্কতামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে, সে বিষয়ে আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব। এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন ‘ডাক্তার আছেন আপনার পাশে’ অনুষ্ঠানে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. বর্ণালী দাশ।
করোনা-পরিস্থিতিতে যাঁরা গর্ভবতী হচ্ছেন, তাঁদের বিশেষ কী ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার? সঞ্চালক ডা. শারমিন জাহান নিটোলের প্রশ্নের জবাবে ডা. বর্ণালী দাশ বলেন, করোনায় যেটা দরকার, সেটা হলো সচেতনতা। মাস্ক পরবে, সোশ্যাল ডিসট্যান্স মেইনটেইন করবে, হাত ধোবে; এগুলো যদি তারা রেগুলার করে, এখান থেকে অনেকটা আমরা নিরাপদে থাকতে পারব। কারণ, প্রতিরোধটাই মুখ্য। যেহেতু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, কোনো টিকাই হানড্রেড পারসেন্ট ইফেকটিভ নয়। সে ক্ষেত্রে প্রতিরোধ করাটাই বুদ্ধিমানের কাজ এবং সেটাই করতে হবে সবাইকে।
ডা. বর্ণালী দাশ বলেন, গর্ভকালে একটু নাজুক পরিস্থিতি… এমনিতেই সাবধানে থাকতে হয়, আর যেহেতু করোনা... এখানে একটু বলে নিই, যাঁরা মা হয়ে গেছেন, তাঁরা তো হয়েই গেছেন। আর যাঁরা বেবি নেবেন ভাবছেন, তাঁরা প্লিজ একটু পরে প্ল্যানটা করেন, ওয়েভটা একটু কমুক, পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক, তার পরে মা হওয়ার প্ল্যানটা করবেন। যাঁরা স্ত্রীরোগ নিয়ে কাজ করেন বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তাঁদের পক্ষ থেকে এটা অনুরোধই বলতে পারেন। কারণ, সমস্যা হয়ে সমাধান না করার চেয়ে সমস্যার ভেতরে না যাওয়াটাই বেটার। আর যাঁরা হয়ে গেছেন অলরেডি, তাঁদের তো সাবধানতা অবলম্বন করতেই হবে। নরমাল চেকআপগুলো করতে হবে... যতটা কম বের হওয়া যায়, সেটা মেইনটেইন করবেন। বাসায় একটু ডিসট্যান্স মেইনটেইন করবেন। মাস্ক পরবেন রেগুলারলি। আর চেকআপ অনলাইনের মাধ্যমে করতে পারেন, টেলিফোনের মাধ্যমে করতে পারেন, মানে যতটা কম বের হওয়া যায় বাইরে। রেগুলার চেকআপের মাধ্যমে ডাক্তারের নির্দেশমতো চলবেন।
করোনাকালে অন্তঃসত্ত্বা নারীর চেকআপ ও এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।