পেটব্যথার কারণ ও করণীয়
পেটব্যথা আমাদের সবার জীবনে কমবেশি হয়ে থাকে। সব বয়সি মানুষের এটি একটি কমন উপসর্গ। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পেটব্যথার কারণ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সুস্থতার ব্যবস্থাপত্র-এর একটি পর্বে পেটব্যথার কারণ ও এর প্রতিকার সম্পর্কে বলেছেন আজগর আলী হাসপাতালের জেনারেল অ্যান্ড ল্যাপারস্কপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. রুহুল হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. রুহুল হাসান জোয়ার্দ্দার বলেন, অ্যাকিউট অ্যাবডোমেন হলে নিজের চিকিৎসা নিজে করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন কতগুলো কাজ করা উচিতই নয়। আইবুপ্রফেন, ক্লোফেনাক এবং অন্যান্য এনএসএআইটি-জাতীয় ওষুধপত্র, যেগুলো অসুখ না বুঝে দিলে অনেক বড় ক্ষতি হতে পারে। অ্যাকিউট অ্যাবডোমেনাল কন্ডিশনে নিজের চিকিৎসা নিজে করা উচিত নয় এবং কারও পরামর্শ নেওয়া উচিত, যিনি এই বিষয়ে ভালোমতো বোঝেন।
পেটব্যথার কী কী চিকিৎসা রয়েছে আমাদের দেশে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. রুহুল হাসান জোয়ার্দ্দার বলেন, পেটব্যথার অনেক চিকিৎসাই শুধু ওষুধ দিয়ে করা সম্ভব। আবার অনেক চিকিৎসায় ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হয়, হসপিটালে ভর্তি হওয়া লাগে। হসপিটালে ভর্তি হওয়া মানে এই নয় যে তাদের সবাইকে অপারেশন করে চিকিৎসা করতে হবে। হঠাৎ করে পেটে ব্যথা হলো, কোনও সার্জনের কাছে তাঁর তত্ত্বাবধানে থাকা, তিনি আসলে বিবেচনা করবেন কী ধরনের চিকিৎসা দেওয়া হবে।
পেটব্যথার কারণ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।