পেটের সমস্যা হলে কখন এন্ডোস্কপি করা প্রয়োজন
জনমনে একটি প্রশ্ন ঘোরে পেটের সমস্যা হলে কখন এন্ডোস্কপি করাতে হবে, কখন কোলনোস্কপি করাতে হবে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে এ নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. চঞ্চল কুমার ঘোষ বলেন, এন্ডোস্কপি ও কোলনোস্কপি আমাদের পেটের অসুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। আবার অন্যদিকে রোগীদের জন্য ভয়ের বিষয়। এন্ডোস্কপ হচ্ছে একটা ফাইবার অপটিক স্কপ, এক মিটার লম্বা, যেটা আমরা মুখ দিয়ে সাধারণত অন্ননালী, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র... এ পর্যন্ত রোগ নির্ণয় এবং কোনও কোনও ক্ষেত্রে রোগের চিকিৎসা করার জন্য ব্যবহার করি। বিশেষ করে যদি আপনার পেটে ব্যথা হয়, রোগী বমি করতে থাকে, রক্তবমি হয়, কালো পায়খানা হয়, অথবা লিভার সিরোসিসের রোগী, পেটের মধ্যে আগে পলিপ ছিল, হঠাৎ করে পেট ফুলে যাওয়া, পাকস্থলীতে টিউমার, সেসব ক্ষেত্রে রোগ নির্ণয় করার জন্য এন্ডোস্কপি করে থাকি।
ডা. চঞ্চল কুমার ঘোষ আরও বলেন, চল্লিশ বছর বয়সের পরে পেটে যদি কোনও সমস্যা হয়, তাহলে আমরা এন্ডোস্কপি সাজেস্ট করি।
পেটের সমস্যা ও হার্টের বিভিন্ন রোগ এবং এসবের প্রতিকার বিশদে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।