মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা, কী জটিলতা হতে পারে
অনেকের মাসিকের সমস্যা রয়েছে। মাসিক চলাকালে পেটে ব্যথা অনুভূত হয়। এ নিয়ে অনেকে চিন্তিত। এর পেছনে কী কী কারণ বেশি দায়ী। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-এর একটি পর্বে দাঁত ও নারীর বিভিন্ন সমস্যা এবং প্রতিকার নিয়ে কথা বলেছেন ঢাকা ডেন্টাল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুন নাহার সুমি এবং ল্যাব এইড হাসপাতাল লিমিটেডের গাইনি অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবিনা পারভীন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সাবিনা পারভীন বলেন, মাসিকের সময় যে ব্যথা হয়, যেটাকে আমরা বলি ডিজমেনোরিয়া। ডিজমেনোরিয়া মেইনলি যে কারণে হয়, প্রত্যেকটা বয়সের সঙ্গে রিলেটেড। একটা রিপ্রোডাকটিভ মেয়ের যদি মাসিকের সময় তলপেটে ব্যথা হয়, প্রথমেই আমরা সাধারণত চিন্তা করি যে এটা তার পেলভিক ইনফ্ল্যামেটরি কোনও ডিজিজ কি না, অথবা এটা সাধারণ ডিজমেনোরিয়া, যেটা তার ২৪ বছর বয়সে এমনিই চলে যাবে। এর সাথে আরেকটা মেজর কারণ আজকাল দেখা যায়, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। যতই সভ্যতা এগোচ্ছে, এন্ডোমেট্রিওসিস আমাদের সমাজে বড় রোগ হিসেবে দেখা যাচ্ছে।
এন্ডোমেট্রিওসিসে কী কী জটিলতা দেখা দিতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সাবিনা পারভীন বলেন, এন্ডোমেট্রিওসিসে যে প্রধান সমস্যা হয়, সেটা হচ্ছে রিপ্রোডাকটিভ লাইফে মেয়েদের যে সমস্যা হয়, সিভিয়ার পেইন হয় মাসিকের সময়, যেটা প্রগ্রেসিভ ডিজমেনোরিয়া। প্রত্যেক মাসে ব্যথার টাইপ ও তীক্ষ্ণতা বাড়তে থাকে এবং এর সাথে যেটা তার হয় ডিজপেরোনিয়া, বিবাহিত জীবন যাদের আছে তারা স্বামীর সঙ্গে মেলামেশা করলে ব্যথা পায় এবং ডিজক্রেজিয়া, দেখা যায় প্রস্রাব-পায়খানা করতে গেলেও ব্যথা পায় এবং ব্যাক পেইন হয়। আরেক সমস্যা যেটা হয়, যাদের কখনও বাচ্চা হয়নি, তাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি দেখা দেয়।
দাঁত ও নারীর বিভিন্ন রোগ এবং এসবের প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।