মুখের ডাবল চিন কমানোর উপায়
শারীরিক সৌন্দর্যের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। শারীরিক সৌন্দর্য হলো মানুষ যাতে স্বস্তি বোধ করে। অনেকের নিজের অঙ্গের অনেক কিছুই ভালো লাগে না। তারা চায় সেটি বদলাতে। সে জন্য এখন আধুনিক চিকিৎসাও রয়েছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ডাবল চিন কমানোর উপায় জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নাকের সৌন্দর্যবর্ধন সম্পর্কে বলা বলেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
ডাবল চিন, যেটি অনেকের হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এবং যাঁরা মোটা, তাঁদের আরও ভিজিবল হয়ে থাকে। সে ক্ষেত্রে এর ট্রিটমেন্ট কী। অনেকে মনে করে থাকেন, সার্জারি করলে স্পট পড়ে থাকবে। এ বিষয়টা যদি ক্লিয়ার করতেন। সঞ্চালকের এ কথার জবাবে ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি বলেন, ডাবল চিনের ক্ষেত্রে একটা মিনিমাল ইনভেসিভ সার্জারি আছে। সেটা হচ্ছে—একটা ছোট্ট ছিদ্র করে, লাইপোসাকশন হচ্ছে... বড় বড় ক্যানোলা দিয়ে সব সময় করে, এটা কিন্তু জরুরি নয়। ছোট ছোট ক্যানোলা আছে। সুঁইয়ের মতো একটা জিনিস ঢুকিয়ে এক্সট্রা ফ্যাট নিয়ে আসা যায়। এটাও বডির অন্যান্য সমস্যার মতোই। যদি এমন হয় শুধু চিনটা মোটা, সেটা না; তাঁর তো পুরো বডির স্কিনই বেশি।
ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি বলেন, অনেকের দেখবেন ফেস্টুন লাইক ফেস, মুখের চামড়াগুলো এভাবে ঝুলে এখানে এসেছে। তাঁদের ক্ষেত্রে আলটিমেটলি ওপেন সার্জারি প্রয়োজন। আপনি তো চিনের জন্য লাইপোসাকশন করছেন, এর সাথে সাথে ফেস লিফট করে দিতে হবে। নেক লিফট করে দিতে হবে। অপারেশন করে কেটে এক্সট্রা যে চামড়া, মানে যতটুকু চামড়া টেনে ধরলে মুখটা টানটান দেখাবে, এর বাইরে যে অতিরিক্ত চামড়া, সেটাকে সরিয়ে ফেলতে হয়।
প্যাকেজ বলা যেতে পারে, ডাবল চিন করেই যে ওভার অল শেপটা চলে আসবে, তা নয়। সঞ্চালকের এ কথার জবাবে ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি বলেন, না। অনেকের দেখা যায়, স্কিনের ইন টোটাল ইনটেগরিটি খুব ভালো। তার ফেসিয়াল প্রোফাইল খুব ভালো। তাঁর স্কিন খুব ইলাস্টিক। কিন্তু সে মোটা হয়ে গিয়ে ডাবল চিন হয়েছে। সেটার ক্ষেত্রে এত কিছু চিন্তা করতে হবে না। সেটার ক্ষেত্রে খুব মিনিমাল ইনভেসিভ সমাধানে যাওয়া সম্ভব।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।