এসিসির ইন্টারন্যাশনাল গভর্নর হলেন ডা. আফজালুর

আমেরিকান কলেজ অব কার্ডিওলজির ইন্টারন্যাশনালের (এসিসি) গভর্নর নিযুক্ত হয়েছেন অধ্যাপক ডা. আফজালুর রহমান। ১২ ডিসেম্বর হোটেল লা মেরিডিয়েনে এসিসি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আফজালুর রহমানের হাতে পতাকা হস্তান্তর করে তাঁকে গভর্নর নিযুক্ত করেন ডা. মেরি ওলাস (প্রসিডেন্ট ইলেক্ট, আমেরিকান কলেজ অব কার্ডিওলজি)।
ডা. আফজালুর রহমান বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের নির্বাচিত প্রেসিডেন্ট এবং বাংলা ইন্টারভেনশন থেরাপিউটিকসের চেয়ারম্যান ও কোর্স ডিরেক্টর।
এর আগে ডা. আফজাল ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং এন্ডোভাসকুলার মেডিসিনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কার্ডিওভাসকুলার রিসার্চ টেকনোলজি (সিআরটি) প্রতিষ্ঠানটি তাঁকে ইন্টারভেনশনাল কার্ডিওলজি ওপর ইমারজিং ইয়ং লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করে।
বাংলাদেশ থেকে আমেরিকান কলেজ অব কার্ডিওলজির ইন্টারন্যাশন্যাল গভর্নর নির্বাচিত করার মধ্য দিয়ে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা, গবেষণা ও সেবার মান সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আমেরিকান বিশেষজ্ঞদের পারস্পরিক যোগাযোগ ও সহায়তার এই নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা ও গবেষণাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে। এতে বাংলাদেশের রোগীরা সরাসরি উপকৃত হবেন।
এসিসি বিশ্বের হৃদরোগ চিকিৎসক ও গবেষকদের শীর্ষ সংস্থা হিসেবে বিশ্বব্যাপী হৃদরোগ চিকিৎসাকে নতুন নতুন গবেষণা ও কৃৎকৌশলের সমন্বয়ে অগ্রসর করে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বিশ্বের সর্বত্র উচ্চ পেশাগত জ্ঞানসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞদেরও সম্মানসূচক ফেলোশিপ দেয়।