বিষ খেয়ে মারা গেলে শরীরের মধ্যে কী পরিবর্তন ঘটে?

বিষ প্রয়োগে কেউ মারা গেলে বা হত্যা করা হলে শরীরের ভেতর কিছু পরিবর্তন দেখা যায়। ফরেনসিক মেডিসিন বিভাগের লোকেরা বিষয়টি নির্ণয় করতে পারেন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৬২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কেউ যদি বিষ প্রয়োগে আত্মহত্যা করে বা কেউ যদি বিষ প্রয়োগে মারা যায়, সে ক্ষেত্রে শরীরের ভেতর কী কী পরিবর্তন হয়?
উত্তর : বিষ প্রয়োগে বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত মৃত্যু হয়ে থাকে। কন্ডিশন, সাইয়োনোসিস হয়। পিরিচিয়াল হেমোরেজ—এটা বাইরেও পাওয়া যায়, শরীরের অভ্যন্তরেও আমরা পেয়ে থাকি।
প্রশ্ন : একজন মানুষ বিষ প্রয়োগে মারা গেছেন, সেটি বের করলেন, তবে এটি কি আত্মহত্যা, নাকি বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে, এটি বোঝার কি কোনো উপায় আছে?
উত্তর : এগুলো খুব স্পর্শকাতর প্রতিবেদন। এগুলো বোঝার কোনো উপায় নেই। কারণ, একজনের খাবারের সঙ্গে মিশিয়ে অন্য কেউ বিষ দিল, নাকি সে ইচ্ছে করে খেল, এটা বলা মুশকিল। এই জন্য এখানে ধরন দেওয়া খুব কঠিন হয়ে যায়।