শিশুর পায়ে ব্যথার চিকিৎসা না নিলে জটিলতা কী?

শিশুর পায়ে ব্যথার চিকিৎসা সময়মতো না হলে বিভিন্ন সমস্যা হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৭৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আহমেদ নাজমুল আনাম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু কার্ডিওলজি বিভাগে কর্মরত।
প্রশ্ন : জটিলতা কী হতে পারে?
উত্তর : গ্রোইং পেনে জটিলতা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি রিউমেটিক ফিবারের চিকিৎসা না হয়, তাহলে দুটো বিষয়ের সমস্যা হতে পারে। হার্টের সমস্যা হতে পারে। হার্টে মাইট্রাল ও এওটিক দুটো ভাল্ভ আছে আমাদের, সেখানে সমস্যা হতে পারে। সাধারণত আরো কিছু সমস্যা আছে। তবে এগুলো খুব বেশি পরিমাণ ঝুঁকি। বিশেষ করে হার্টের ভাল্ভের ক্ষতি হতে পারে আমরা সন্দেহ করি। আর আরথ্রাইটিসের ক্ষেত্রে জয়েন্টগুলো ডিফর্ম করি। সেটা বাচ্চারা করতে পারে না। বাচ্চার স্বাভাবিক হাতের আর পায়ের জয়েন্টের মুভমেন্টগুলো থাকে না।
প্রশ্ন : খাবারের বিষয়টি এ ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে কি না?
উত্তর : রিউমেটিক আরথ্রাইটিসের ক্ষেত্রে আসলে তেমন কিছু করার নেই। রিউমেটিক ফিবারের ক্ষেত্রে অবশ্যই ভালো হাইজিন মেনটেন করা, ধুলাবালি এড়িয়ে চলা, স্বাস্থ্যকর খাবার খাওয়া। খেয়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেগুলো আমরা দেখি। ওইভাবে আসলে এই ব্যথার সঙ্গে বিষয়টি সম্পর্কযুক্ত নয়। তবে সঠিক সময়ে, সঠিক চিকিৎসা যাতে নিতে পারে, সেই দিকটি মাথায় রাখতে হবে।