অ্যাপোলোর চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট মিলবে ডক্টরোলায়

অ্যাপোলো হসপিটালস ঢাকার চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান ডক্টরোলা.কম-এর মাধ্যমে।
সম্প্রতি অ্যাপোলো হসপিটালস ঢাকা এবং ডক্টরোলা লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ-সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।
চুক্তিতে সই করেন অ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসার ডা. রত্নদীপ চাস্কার এবং ডক্টরোলা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আবদুল মতিন ইমন। এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠান স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত সেবায় সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা পালন করবে।
প্রথম পদক্ষেপ হিসেবে অ্যাপোলো হসপিটালস ঢাকার চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট অতিদ্রুত ডক্টরোলার মাধ্যমে সম্পন্ন করা যাবে। এ জন্য ১৬৪৮৪-এ কল করতে হবে বা Doctorola.com ভিজিট করতে হবে। এ ছাড়া মোবাইল অ্যাপেরও সুবিধা রয়েছে।
চুক্তি স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটালস ঢাকার পরিচালক (ফিন্যান্স) ভিনোদ কালরা ও জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) মো. শাফিউল ইসলাম এবং ডক্টরোলা লিমিটেডের পক্ষে পরিচালক (অপারেশন্স) মো. সানজিদুল বারী ও হেড অব বিজনেস অপারেশন্স অ্যান্ড মার্কেটিং সায়ন এম আনজির হোসেন।
ডক্টরোলা.কম দেশের প্রথম অনলাইন ও কল সেন্টারভিত্তিক চিকিৎসক অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস।