শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা : চিকিৎসা না হলে জটিলতা কী?

শিশুদের বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা হয়। ছোটবেলায় এর চিকিৎসা না হলে পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতা হতে পারে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৬৬তম পর্বে কথা বলেছেন সেলিনা ফাতেমা বিনতে শহিদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে পরবর্তী সময়ে কী জটিলতা হতে পারে?
উত্তর : ক্লিনিক্যাল ডিজঅর্ডারে ভুগলে অনেকে মনে করে, বড় হলে ঠিক হয়ে যাবে। তবে আসলে তো ওই পর্যায়ে ঠিক হয় না। বরং এ ধরনের বাচ্চা অন্যদের কাছ থেকে প্রত্যাখ্যাত হচ্ছে। এতে তার আত্মবিশ্বাস আরো কমতে থাকে। রাগ, জেদ বাড়তে থাকে। স্কুলে হয়তো ড্রপআউট হচ্ছে। যে পরিমাণ যোগ্যতা আছে, সেটি ব্যবহার করতে পারছে না। ফলাফল খারাপ হচ্ছে। ক্যারিয়ারে খারাপ করছে। পরে সম্পর্ক স্থাপনে খারাপ করছে। অন্যদের প্রতি সে নেতিবাচক ধারণা করছে। আমরা বলি, শিশুরা জাতির ভবিষ্যৎ। এই শিশুরাই তো অন্ধকারে চলে যাচ্ছে।