বিনামূল্যে এন্ডোস্কপিক সাইনাস সার্জারি ওয়ার্কশপ অনুষ্ঠিত

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গতকাল শনিবার এক আন্তর্জাতিক লাইভ এন্ডোস্কপিক সাইনাস অ্যান্ড স্কাল বেজ সার্জারি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এন্ডোস্কপিক সাইনাস অ্যান্ড স্কাল বেজ সোসাইটির আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে নাকের পলিপ, সাইনোসাইটিস, নাক দিয়ে মস্তিষ্কের পানি বের হওয়া (সিএসএফ লিক), ব্রেইন টিউমার বিনামূল্যে অপারেশন হয়। ওয়ার্কশপে অপারেশন থিয়েটার থেকে সরাসরি অডিটোরিয়ামে অংশগ্রহণকারী চিকিৎসকদের দেখানো হয় এবং অপারেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর দেওয়া হয়। ওয়ার্কশপে ২৫০ জনের বেশি নাক-কান-গলার সার্জন, নিওরোসার্জন ও অন্যান্য চিকিৎসক অংশ নেন।
ওয়ার্কশপে বিশেষজ্ঞরা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ২৫ ভাগ জনগণ কোনো না কোনো সাইনাস, মাথাব্যথা বা স্কাল বেজ রোগে ভোগে। সাইনোসাইটিস অতি সাধারণ একটি রোগ। কিন্তু যথাযথ চিকিৎসা ও প্রতিরোধের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব।
ওয়ার্কশপে অপারেশন করেন ডা. বিকাশ আগ্রাওয়াল, ডা. শুনিল কুট্টি, ডা. নারায়ণ জয়শংকর, ডা. জান্নাতুল ফেরদাউস তানিয়া, অধ্যাপক ডা. খবিরুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. মহিউদ্দিন খান, অধ্যাপক ডা. জাহিদুল আলম, ডা. মানস রঞ্জন চক্রবর্তী, ডা. মামুন মোরশেদ, ডা. সৌরভ সরকার, ডা. নুরুজ্জামান খান, ডা. এ কে এম সাইফ উদ্দিন ও ডা. শাহজাহান কবির।
ওয়ার্কশপে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. খবিরুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক ডা. এ বি এম মুকসুদুল আলম, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, অধ্যাপক ডা. জহিরুল হক ও অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।