রক্তে সুগার বেশি, কীভাবে বুঝবেন?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/07/photo-1460027418.jpg)
দিন দিন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেহে ইনসুলিন নামের হরমোনের ঘাটতি হলে, ইনসুলিনের কাজের ক্ষমতা কমে গেলে বা উভয়ের মিলিত প্রভাবে রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস বেড়ে গেলে বা রক্তে সুগারের পরিমাণ বেড়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তাই সুগার নিয়ন্ত্রণে রাখা জরুরি।
খুব নির্দিষ্ট উপসর্গ না থাকায় ডায়াবেটিস হলে আমরা অনেক সময় ঠিক বুঝতে পারি না। তারপরও কিছু লক্ষণ রয়েছে যা দেখলে বোঝা যায় ডায়াবেটিস হয়েছে।
আর ডায়াবেটিস খুব বেড়ে গেলে বা রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে আরো কিছু লক্ষণ দেখা যায়। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি লাইফ ভিশন জানিয়েছে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার কিছু লক্ষণ।
• ঘন ঘন পানি পিপাসা লাগলে
• মুখ শুষ্ক বোধ হওয়া
• পাকস্থলিতে সমস্যা
• বারবার সংক্রমণ হওয়া
• ক্ষত সারতে দেরি হওয়া
• সবসময় ক্ষুধার্ত বোধ হওয়া
• মনোযোগের অসুবিধা
• শুষ্ক ত্বক, ত্বকে চুলকানি হওয়া
• বারবার প্রস্রাব হওয়া এবং রাতে বেশি হওয়া
• চোখে ঝাপসা দেখা
• স্নায়ুতে সমস্যা, বিশেষ করে পায়ের স্নায়ু
• অবসন্ন ও অতিরিক্ত ক্লান্তিবোধ
• ওজন বেড়ে যাওয়া
• দুর্বলতা