বাঁহাতি লোকদের ১০ আশ্চর্য বিষয়!

বাঁহাতিরা অঙ্ক, শিল্পকলায় সাধারণত খুব ভালো করে থাকে। ছবি : সংগৃহীত
জানেন কি, সারা বিশ্বে অন্তত পাঁচ থেকে দশ ভাগ লোক বাঁহাতি? যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ মিলিয়ন লোক বাঁহাতি। বিভিন্ন গবেষণায় বলা হয়, এরা সাধারণত ইনসোমনিয়া বা ঘুমের সমস্যায় বেশি ভোগে। এ ছাড়া বাঁহাতিদের রয়েছে আশ্চর্য আরো মজার বিষয়।
বাঁহাতি লোকদের কিছু আশ্চর্য তথ্য জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম।
- বাঁহাতি লোকরা বিভিন্ন খেলাধুলায় খুব পারদর্শী হয়, যেমন : টেনিস, বেসবল, বক্সিং, সাঁতার ইত্যাদি।
- বিশ্বে ৪০ শতাংশ টেনিস খেলোয়াড় বাঁহাতি।
- সাধারণত বাঁহাতিরা মস্তিষ্কের ডান দিক বেশি ব্যবহার করে।
- যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের মধ্যে চারজনই ছিলেন বাঁহাতি।
- সম্প্রতি গবেষণায় বলা হয়, বাঁহাতিদের অ্যালার্জি ও অ্যাজমায় আক্রান্ত হওয়ার হার বেশি থাকে।
- তারা তাদের আবেগ ডানহাতিদের চেয়ে একটু ভিন্নভাবে প্রকাশ করে। এরা খুব দ্রুত আপসেট হয়ে পড়ে।
- তারা পানির নিচে খুব দ্রুত সমন্বয় করে নেয়।
- এরা অঙ্ক, শিল্পকলায় সাধারণত খুব ভালো করে থাকে।
- বিভিন্ন গবেষণায় বলা হয়, বাঁহাতিরা অনেক মেধাবী হয়।
- এরা অনেক বেশি স্বাধীনচেতা হয়।