ইউনাইটেড হাসপাতাল ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুষদ কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গের জন্য মূল্যছাড় সংবলিত বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউনাইটেড হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এম রেজওয়ান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেন।
এই করপোরেট চুক্তি স্বাক্ষর উপলক্ষে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, ‘বিশেষায়িত সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ জাতীয় সুবিধা প্রদানের উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে।’
এ সময় ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পরিচালক ফাহাদ খান ও চিফ কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. চৌধুরী মফিজুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ এস এম সালাউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।