দক্ষিণ এশিয়া এখনো পোলিওমুক্ত : হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বাংলাদেশসহ ১১টি দেশ পোলিওমুক্ত রয়েছে। সর্বশেষ পোলিও আক্রান্তের একটি ঘটনা ধরা পড়ে ২০১১ সালের জানুয়ারি মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।
হু’র এক বিবৃতির বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলের সবগুলো দেশের পোলিও সম্পর্কে কড়া নজরদারি এবং নমুনা সংগ্রহের বিষয়টি ভারত থেকে নিয়মিত পরিচালিত হয়।
হু জানায়, পোলিও ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন ব্যবস্থা যথেষ্ট কার্যকর ও ফলদায়ক হওয়ায় এবং প্রাথমিক পর্যায়ের নমুনা থেকে নির্ণয় করার কারণে সমাজে রোগটি সহজে বিস্তার লাভ করে না।
খুব কম ক্ষেত্রেই পোলিওর টিকা কার্যকারিতা ব্যর্থ হয়।