শিশুদের মামস বেশি হয় কেন?

মামস একটি ভাইরাসজনিত রোগ। এই রোগে গায়ে-গলার নিচে ফোলা বা জ্বর আসতে পারে। সাধারণত বড়দের তুলনায় রোগটি শিশুদের বেশি হয়, এর কারণ কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৪৫তম পর্বে কথা বলেছেন ডা. মো. রিয়াজ মোবারক। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের এইচডিইউ অ্যান্ড আইসোলেশন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : মামস রোগে সাধারণত বাচ্চারা বেশি আক্রান্ত হয়–এর কারণ কী?
উত্তর : আসলে যেকোনো ভাইরাল রোগেই বাচ্চারা বেশি আক্রান্ত হয়। বাচ্চাদের রোগ প্রতিরোধ শক্তিটা একটু কম। আর বাচ্চারা খুব স্পর্শকাতর। এ কারণেই আমার মনে হয় যে মামস ভাইরাসটা বাচ্চাদের বেশি আক্রমণ করে। আজকাল বড়দেরও দেখা যাচ্ছে। মাঝেমধ্যে বড়দেরও হচ্ছে। কিন্তু বাচ্চাদের তুলনামূলকভাবে বেশি হয়।