শিশুর টিকা দিচ্ছেন তো?

বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে শিশুকে টিকা দেওয়া হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. সাইদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের ইউনিট প্রধান হিসেবে কাজ করছেন।
প্রশ্ন : শিশু বয়সে কী কী রোগের প্রতিরোধক হিসেবে কী কী টিকা আছে?
উত্তর : শিশুর রোগ প্রতিরোধক হিসেবে এখন অনেক টিকাই বেরিয়েছে। অনেক টিকা। আমাদের সময় কিন্তু অত টিকা ছিল না। কিছু খাওয়ার টিকা, তবে বেশির ভাগ হলো দেওয়ার টিকা।
প্রশ্ন : একটু ভাগ করে যদি বলেন—খাওয়ার কোনগুলো, আর দেওয়ার কোনগুলো?
উত্তর : টিউবারকলোসিস মানে টিবির জন্য। টিউবারকলোসিস একটি বড় রোগ। সেই যক্ষ্মার জন্য কিন্তু আমরা একটি টিকা দেই। জন্মের পর পরই এই টিকা দিতে পারি আমরা। একেবারে প্রথম দিন থেকে। সেটা হলো বিসিজি টিকা। এই বিসিজি টিকাটা সরকারিভাবে দেওয়া হয়। এরপর হলো ওপিবি পোলিওর জন্য। সবাই কিন্তু পোলিওর বিষয়টি নিয়ে পরিচিত। এই পোলিও ভ্যাকসিন মুখে খাওয়ার টিকা। এই মুখে খাওয়ার টিকাও আমরা জন্মের পর পর দিতে পারি। সেটা ১৪ দিনের মধ্যে। একে বলে ওপিবি জিরো। এর জন্য কোনো ডোজ কিন্তু গোনা হয় না। কিন্তু এরপর যেটা আমরা করি, ছয় সপ্তাহ বয়স থেকে বাচ্চার টিকা শুরু হয়। সেই ছয় সপ্তাহ বয়স থেকে সরকারিভাবে যে টিকাগুলো দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে সরকার কিন্তু এখন টিকা দিচ্ছে।
প্রশ্ন : আর কী কী টিকা আছে?
উত্তর : সরকারি টিকার মধ্যে ডিপিটি, পোলিও, এরপর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এরপর নিউমোকক্কাল ভ্যাকসিন। এরপর আইপিভিও দেওয়া হয়। হেপাটাইটিস-বি ভাইরাসের জন্য কিছু ভ্যাকসিন দেওয়া হয়। এরপর হেপাটাইটিস-এ ভ্যাকসিন আছে। টাইফয়েডের ভ্যাকসিন আছে। এম এম আর, মিজালস মামস রুবেলা।