শিশুকে সময়মতো ভ্যাকসিন দিচ্ছেন তো?

শিশুকে বিভিন্ন রোগব্যাধি থেকে সুরক্ষা দিতে টিকা দেওয়া হয়। তবে সময়মতো টিকা না দিলে বিভিন্ন রোগব্যাধি হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৮৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. সাইদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : একটি শিশুকে সময়মতো ভ্যাকসিন দেওয়া না হলে কী ঝুঁকি হতে পারে?
উত্তর : সেই ক্ষেত্রে অনেক ঝুঁকি হতে পারে। যেমন টিউবার কলোসিস। সব ভ্যাকসিনের সুরক্ষা কিন্তু ১০০ ভাগ নয়। গ্রামের দিকে দেখা যায় অনেক সময় মায়েরা টিকাদান কেন্দ্রে যান না। টিকা দেওয়াটা খুবই জরুরি। টিকা না দিলে অনেক ধরনের অসুখ হতে পারে। সংক্রমণকারী অসুখগুলো হতে পারে। যেমন হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, নিউমোক্কাল ইনজেকশন দিলে অনেক ধরনের সংক্রমণ নিয়ন্ত্রিত হচ্ছে। ভ্যাকসিন না দেওয়া হলে বিভিন্ন ধরনের রোগব্যাধি হয়।