অতিথি হিসেবে একাধিকবার দাওয়াত পেতে চান? মেনে চলুন এই ১১ পদক্ষেপ
ছুটি পেলে কে না ঘুরতে যায়! পরীক্ষা শেষে নানা বাড়ি কিংবা দাদা বাড়ি, গ্রীষ্মকালীন ছুটিতে হয়তো বন্ধুর বাড়ি। এ সময় আমরা যার বাড়িতে ঘুরতে যাই, তার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছি না তো? অতিথি হিসেবে নিজেকেও মেনে চলতে হয় কিছু আদবকেতা।
কতদিন অবস্থান করবেন সে সম্পর্কে জানান
যার বাড়িতে যাচ্ছেন তাকে আগে থেকেই জানিয়ে দিন আপনি কয়দিন থাকবেন। এতে সেও মানসিক ভাবে প্রস্তুত থাকবে। চেষ্টা করুন পরে তা প্রসারিত না করার। তাই সবসময় কোথাও গেলে অবশ্যই ফিরতি টিকিট বুক করে যাবেন।
না জানিয়ে যাবেন না
বিনা নোটিশে হাজির হওয়া কখনই ভাল সিদ্ধান্ত না। আপনি যার বাড়িতে যাচ্ছেন তাকে আগে থেকে জানিয়ে রাখুন। অন্যথায়, সে অপ্রস্তুত হয়ে পড়বে। যে আত্নীয় বা বন্ধুর বাড়িতে যাবেন তার হয়তো ঐ সময় কাজও থাকতে পারে। তখন সারপ্রাইজের বদলে পুরো ব্যাপারটাই হয়ে উঠবে বিরক্তিকর।
খালি হাতে যাবেন না
অতিথিদের উচিত সবসময় উপহার নিয়ে যাওয়া। সেখানে বিশাল বা অসামান্য কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। আপনার স্থানীয় বেকারি থেকে খাবার নিতে পারেন। আবার উপহারও নিয়ে যেতে পারেন, যেমন-বই। ঐ বাড়িতে বাচ্চা থাকলে চকলেট নিয়ে যেতে পারেন। সামর্থ্য অনুযায়ী যা পারেন নিয়ে যান। তবে, খালি হাতে যাবেন না।
ঘরের নিয়ম মেনে চলুন
কোথাও গেলে তাদের ঘরের নিয়ম জানার চেষ্টা করুন। বাইরে থেকে এসে কোন জায়গায় জুতা রাখতে হবে তা জেনে নিন। তাদের খাদ্যাভ্যাস জানার চেষ্টা করুন। যেখানে যাচ্ছেন তাদের জীবনধারার সাথে তাল মিলিয়ে থাকার চেষ্টা করুন। এতে দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভালো থাকবে।
ফোন ব্যবহার সীমিত করা
বেড়াতে গেলে ফোন ব্যবহারে সতর্ক হোন। সারাদিন ফোন নিয়ে বসে থাকলে অনেকেই ধারণা করবে আপনি অন্য কোথাও থাকতে চান। অন্য কারো সাথে সময় কাটাতে চাচ্ছেন। তাই ফোন ব্যবহারে সীমিত হোন।
পোশাকের দিকে খেয়াল রাখুন
মনে রাখবেন সবার মানসিকতা এক না। তাই যেখানে যাচ্ছেন সেখানকার পরিবেশ সম্পর্কে জেনে নিন। এরপর সেভাবে পোশাক বাছাই করুন।
সাহায্য করুন
অকর্মঠ অতিথিরা দ্বিতীয়বার আমন্ত্রণ খুব কমই পায়। কোথাও গেলে রান্না করতে সহায়তা করুন অথবা টেবিল সেট করুন। বাড়িতে বাচ্চা থাকলে তাদের নিয়ে সময় কাটান। এতে বাচ্চাদের মা-বাবার উপকার হবে। গোসল করে জামা-কাপড় বাথরুমে ফেলে আসবেন না। নিজেরটা নিজেই ধুয়ে আনুন। যতদিন থাকবেন নিজেই নিজের কাজ করুন।
স্বয়ংসম্পূর্ণ হন
অনেকেই ঘুরতে গেলে আত্নীয় বা বন্ধু-বান্ধবদের উপর নির্ভর করে থাকে। অতিথি হিসেবে আপনাকে তারা অবশ্যই আপ্যায়ন করবে। কিন্তু তাই বলে সর্বদা তাদের করতে দিয়েন না। চেষ্টা করুন তাদের ট্রিট দেওয়ার অথবা উপহার দেওয়ার।
নিজের প্রসাধন বহন করুন
বেড়াতে গেলে নিজের চিরুনি, টুথব্রাশ, টুথপেস্ট নিয়ে যান। প্যাক করতে ভুলে গেলে কিনে নিন। অন্যের প্রসাধন ব্যবহার করা থেকে বিরত থাকুন।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
যার বাড়িতে থাকবেন সেটি অপরিষ্কার করবেন না। জায়গা মতো সব কিছু রাখুন। আপনার শেষ দিনে, শয়নকক্ষ এবং বাথরুম চেক করুন। কিছু অগোছালো থাকলে তা আবার গুছিয়ে দিন। প্রতিটি জিনিস আগের জায়গায় ফিরিয়ে দিন।
ধন্যবাদ জানান
যার বাড়িতে অতিথি হয়ে থাকবেন তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। তাদের কার্যকলাপে আপনি কতোটা মজা করেছেন, হাসাহাসি করেছেন সেগুলো জানান। কোনও নির্দিষ্ট একটি খাবার কতোটা সুস্বাদু ছিল সে সম্পর্কে বলুন। তাদেরকেও আপনার বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করুন।
সূত্র : রিয়েল সিম্পেল