ঈদে ‘ব্যাং’ নিয়ে এলো গরমে আরাম পোশাক

‘ব্যাং’ এর মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব। ছবি : সংগৃহীত
ফ্যাশন হাউজ ‘ব্যাং’ ঈদুল ফিতরকে উৎসব মুখর করতে আরামদায়ক পোশাক এনেছে। এবারের কালেকশনে স্টাইল, রুচি আর সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করছে একদম আলাদা ধাঁচের পোশাক। মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব।
‘ব্যাং’ কর্তৃপক্ষ বলেছে, এবার ঈদ যেহেতু গরমকালে তাই থাকবে প্রচণ্ড দাবদাহ। তাই ক্রেতাদের পছন্দের আরামের কথা বিবেচনায় হালকা রঙের এবং সূতি কাপড়ের দিকে মনোযোগ দিয়েছে। সর্বাধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম পাওয়া যাচ্ছে শোরুমগুলোতে।
ঢাকা, সিলেট, বরিশাল, গাজীপুর, সাতক্ষীরা, কক্সবাজার, সৈয়দপুর, নোয়াখালী, শাহাজাদপুরসহ দেশের ব্যাং’র ২০টি ৭ তারুণ্য নির্ভর দৃষ্টি নন্দন সব এসব পোশাক পাওয়া যাচ্ছে।