৫০ শতাংশ ছাড় দিচ্ছে ব্যাং

আসন্ন ঈদকে সব শ্রেণি পেশার মানুষের জন্য উৎসবমুখর করতে ফ্যাশন আউটলেট ব্যাং’র সকল নতুন পোশাকে দেয়া হচ্ছে ৫০% ছাড়। এই ছাড় চলবে স্টক থাকা সাপেক্ষে।
সাধারণত মানুষ বিশ্বাস করে যে, অনেক দেশে রমজানে পণ্যমূল্য কমালেও বাংলাদেশে যেকোন পণ্যমূল্য কেবলই ক্রমবর্ধমান। এই প্রথাগত ধারণাকে ভুল প্রমাণ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা না দিয়ে ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে ব্যাং বেশ ক’বছর ধরেই বিভিন্ন উৎসবে, পার্বণে ডিসকাউন্ট সুবিধা দিয়ে আসছে। তাই বরাবরের মতো ব্যাং এই রমজানেও তারই ধারাবাহিকতা রক্ষা করে, সকল নতুন পণ্যে দিয়েছে ডিসকাউন্ট সুবিধা।
দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাং এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, থ্রিকোয়ার্টারসহ সব ধরনের মানানসই পোশাক।
গ্রীষ্মের এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি।