সংখ্যা মিলিয়ে সঙ্গী খুঁজুন!

মনের মতো সঙ্গী না পেলে জীবনের হিসাবটাই বদলে যায়। কিন্তু মানুষের বাইরেরটা দেখে আর কতটুকু বোঝা যায়? তাই না? যার কথা শুনে মনে হলো এই বুঝি সেই কাঙ্ক্ষিত মানুষ, দেখা গেল তার সাথে আপনার মানসিকতায় যোজন যোজন ফারাক। তাই শুধু মানুষ দেখে নয়, জন্মসংখ্যা দেখেও সঙ্গী নির্বাচন করতে পারেন। অর্থাৎ আপনার সঙ্গে পছন্দের মানুষের জন্মসংখ্যা মিলিয়ে দেখুন তেলে-জলে আদৌ মিশবে কি না।
সংখ্যাতত্ত্ব হলো সেই পদ্ধতি যেখানে সংখ্যার ওপর ভিত্তি করে মানুষের আচরণ বুঝতে চেষ্টা করা হয়। আপনার সংখ্যা হিসেব করার সহজ একটা পদ্ধতি আছে। আপনাকে শুধু বলতে হবে জন্ম তারিখটা। অর্থাৎ যদি আপনি ২২ ফেব্রুয়ারি জন্ম নেন তাহলে আপনার সংখ্যা হবে ২+২=৪। এই সংখ্যার মাধ্যমে আপনি আপনার রাশির সঙ্গেও মিল খুঁজে পাবেন।
টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এবার চলুন দেখে নিই সংখ্যাতত্ত্বের ভিত্তিতে কার সাথে কার মিল হবে বেশি, কেমন হতে পারে কার চারিত্রিক বৈশিষ্ট্য।
সংখ্যা ১ :
এই সংখ্যাকে নিয়ন্ত্রণকারী গ্রহ হচ্ছে সূর্য।
এরা দয়াময় চরিত্রের অধিকারী এবং সুশৃঙ্খল ব্যক্তিত্বের। নেতৃত্ব শক্তিশালী এবং নিজস্ব একটা মতামত আছে।
এই সংখ্যার যারা ১, ১০, ১৯ ও ২৮ তারিখে জন্ম নিয়েছেন তাদের সঙ্গে চমৎকার মিল হতে পারে ২, ৩ ও ৯ সংখ্যার মানুষের।
এখানে দুই সংখ্যাকে সবসময় নিয়ন্ত্রণ করে সংখ্যা ১। যার সংখ্যা ৩ তিনি ১ এর বন্ধু বা শিক্ষক হতে পারেন- যারা ১ কে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। সঙ্গী হিসেবে ৯ হতে পারে এদের জন্য আদর্শ। এদের শক্তি ক্ষমতা বেশ ভালো এবং ইতিবাচক মনোভাব পোষণ করে।
নম্বর ২ :
চন্দ্র এই সংখ্যাকে নিয়ন্ত্রণ করে।
এঁরা স্বভাবে হন আকর্ষণীয় এবং স্নেহপ্রবণ। চরিত্র শৈল্পিক ও রোমান্টিক।
এদের মধ্যে যাদের জন্ম ২, ১১, ২০ ও ২৯ তাদের সঙ্গে দারুণ মিলতে পারে ১, ৩ ও ২ সংখ্যার মানুষের।
সংখ্যা ১ হচ্ছে সংখ্যা ২-এর সমর্থক, এরা ভালো বন্ধু ও দিক নির্দেশক হতে পারে। সংখ্যা ৩ শুধু ভালো বন্ধুই না, সে হতে পারে সংখ্যা ২-এর দার্শনিকও। এরা সব সময়ই সংখ্যা ২ এর সঙ্গে দারুণ বন্ধনে আবদ্ধ থাকে।
সংখ্যা ৩ :
এই সংখ্যাকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি।
এরা আধ্যাত্মিক গোছের মানুষ। সেইসঙ্গে প্রচণ্ড বন্ধুভাবাপন্ন, সুশৃঙ্খল। ৩ সংখ্যার মানুষরা হয় স্বাধীন, সাহসী আর কঠোর পরিশ্রমী।
এদের মধ্যে ৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্ম নেওয়াদের সাথে ১, ২ ও ৯ সংখ্যার মানুষের মিল হতে পারে।
সংখ্যা ১-এর মতো সংখ্যা ৩-এর মানুষরাও হয় চরম উচ্চাকাঙ্ক্ষী। এঁরা নিজেদের ধারণাকে বাস্তবে প্রমাণ করতে পারেন। সংখ্যা ১ ও ৩ যেকোনো ধরনের সম্পর্ক গড়তে পারেন। আর এটা দুজনের জন্যই লাভজনক হয়। এ ছাড়া ৩ সংখ্যার মানুষ সংখ্যা ২ কে খুব ভালো করে বুঝতে পারেন। এঁরা খুব ভালো জীবনসঙ্গী বা ব্যবসার অংশীদার হতে পারেন। সংখ্যা ৯-এর মানুষ ভীষণ সাংগঠনিক ভাবে দক্ষ ও পরিশ্রমী হন। সংখ্যা ৩-এর জ্ঞান ও সংখ্যা ৯-এর শক্তি যেকোনো সম্পর্ককে সফল করতে সক্ষম। সংখ্যা ৩ সবসময়ই সংখ্যা ৯-এর জন্য দারুণ সৌভাগ্য বয়ে আনে।
সংখ্যা ৪ :
রাহু নিয়ন্ত্রিত সংখ্যা।
এঁরা বেশ বিদ্রোহী চরিত্রের হন। সেই সাথে আবেগপ্রবণ ও বদরাগী স্বভাবের। জীবনে তাঁদের বহু চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়।
এদের মধ্যে যারা ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে জন্ম নিয়েছেন তাঁদের সঙ্গে দারুণ মিল হতে পারে ৫,৭ ও ৮ সংখ্যার মানুষের।
প্রিয় সংখ্যা ৪, সংখ্যা ৫ কে জীবনসঙ্গী বানানোর চেয়ে বন্ধু বানানো ভালো। সংখ্যা ৭-এর সঙ্গে আপনি ব্যবসা করতে পারেন, বন্ধু বানাতে পারেন, করতে পারেন জীবন সঙ্গীও। সংখ্যা ৮ অনেক শান্ত স্বভাবের হয়। কিন্তু বিদ্রোহও এর চরিত্রের অংশ। তারা অন্যকে সাহায্য করতে ভালোবাসে। মূলত সংখ্যা ৪ ও সংখ্যা ৮ মিলে তাদের ভেতরের শক্তি দিয়ে একসঙ্গে কাজ করতে পারে। তাই সবসময় সংখ্যা ৪ কে বলা হয় সংখ্যা ৮-এর মানুষকে বিয়ে করতে, তাদের সাথে ব্যবসা করতে বা অন্তত বন্ধুত্ব করতে।
সংখ্যা ৫ :
বুধ নিয়ন্ত্রিত সংখ্যা।
মেধাসম্পন্ন ও আনন্দদায়ী ব্যক্তিত্ব। এদের মন সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে পছন্দ করে।
এদের মধ্যে যারা ৫, ১৪ ও ২৩ তারিখে জন্মেছেন তাঁদের সঙ্গে মিলতে পারে ১, ৪ ও ৬ সংখ্যার।
সংখ্যা ৫-এর জন্য ভাগ্য এবং সামাজিক মর্যাদা নিয়ে আসে সংখ্যা ১। তবে এঁরা ভালো জীবনসঙ্গী হয় না। সংখ্যা ৫-এর খুব ভালো যোগাযোগ দক্ষতা থাকে, কিন্তু এর জন্য প্রয়োজনীয় শক্তি থাকে না। তবে সংখ্যা ১-এর সাহায্য নিয়ে ব্যবসা কিংবা বন্ধুত্বে এঁরা উভয়েই সেরা হতে পারে। সংখ্যা ৪ ও সংখ্যা ৫-এর জন্য ভালো জীবনসঙ্গী হতে পারে না, তবে ভালো বন্ধু হতে পারে। সংখ্যা ৬ অনেক স্নেহপূর্ণ ও প্রেমময় হয়। এরা সংখ্যা ৫ কে তাদের জীবনের চাপ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। তাই সংখ্যা ৬ ও সংখ্যা ৫ যেকোনো ধরনের সম্পর্কের জন্য ভালো হতে পারে।
নম্বর ৬ :
এই সংখ্যাকে নিয়ন্ত্রণ করে শুক্র গ্রহ।
ভদ্র এবং কূটনৈতিক স্বভাবের মানুষ। তবে বিভ্রান্ত করার প্রক্রিয়াও এঁদের জানা। কিছুটা ধীর ও রোমান্টিক হৃদয়ের অধিকারী।
এঁদের মধ্যে যারা ৬, ১৫ ও ২৪ তারিখে জন্ম নিয়েছেন তাদের সঙ্গে সামঞ্জস্য হয় ৪, ৫ ও ৮ সংখ্যার মানুষের।
সংখ্যা ৪-এর সঙ্গে এদের ভালো মেলে কিন্তু এঁরা কেউই কারো পরামর্শ নিতে রাজি নন। এঁরা ভালো বন্ধু হতে পারেন কিন্তু জীবনসঙ্গী নয়। সংখ্যা ৫ এবং ৬ ভালোবন্ধু ও ব্যবসার অংশীদার হতে পারে। সংখ্যা ৬-এর ব্যবসার পরিকল্পনা থেকে লাভবান হতে পারে সংখ্যা ৮। শান্ত আর মেধাবী সংখ্যা ৮ সংখ্যা ৬-এর সামাজিকীকরণের দিকটা নজরে রাখে। আর এটাই তাদের আত্মিক যোগাযোগ ঘটায়।
সংখ্যা ৭ :
কেতু নিয়ন্ত্রিত সংখ্যা।
উদ্ভাবনী শক্তি সম্পন্ন ব্যক্তিত্ব। মাঝে মাঝে তারা রহস্যময় আচরণ করে। সেইসাথে স্বপ্নময় জীবন যাপন করেন।
এঁদের মধ্যে যাঁরা ৭, ১৬ ও ২৫ তারিখে জন্মেছেন তাঁদের সঙ্গে মিল হতে পারে সংখ্যা ১, ২ ও ৯-এর।
সংখ্যা ১ সময়ানুবর্তী ও সুশৃঙ্খল হয়। যা সংখ্যা ৭-এর সঙ্গে ব্যবসায় উন্নতি আনে। ব্যবস্থাপনা দিকটি ভালোমতো সামাল দেওয়ায় সংখ্যা ১-এর আনুগত্যও মেনে নেয় সংখ্যা ৭। কোনো রকম চাওয়া পাওয়া ছাড়াই সংখ্যা ২-এর সাথে সংখ্যা ৭-এর বন্ধুত্ব ভালো যায়। এমনকি বিয়ে করলেও সুখী হন এঁরা। তবে এঁদের মধ্যে ব্যবসায়ীর অংশীদারত্ব ভালো হয় না। ব্যবসায় লোকসান হতে পারে। অন্যদিকে সংখ্যা ৭ ও সংখ্যা ৮-এর মধ্যে ব্যবসা ভালো হয়। এঁরা ভালো বন্ধু্ও হয়। আর বিয়ের ক্ষেত্রে যদি স্বামী সংখ্যা ৯ ও স্ত্রী সংখ্যা ৭ হয় তাহলে তা ভালো হয়। কিন্তু এর উল্টোটা হলেই বিপদ।
সংখ্যা ৮ :
শনি দ্বারা নিয়ন্ত্রিত।
মেধাবী তবে কিছুটা স্বার্থপর। কঠোর পরিশ্রমী ও দূরদর্শী ব্যক্তিত্ব। তবে বেশির ভাগ সময়ই অন্যরা এঁদের ভুল বোঝে।
এদের মধ্যে যাঁরা ৮, ১৭ ও ২৬ তারিখে জন্মেছেন তাঁদের সাথে দারুণ যায় সংখ্যা ১ ও ২ এর।
সংখ্যা ১ ও ৮ পুরোপুরি বিপরীতধর্মী। এ জন্য তারা একে অপরকে আকর্ষণ করে। ১ সংখ্যা ৮ কে দেয় ভালো শক্তি, আনন্দ আর অনুপ্রেরণা। সংখ্যা ৮ আবার সংখ্যা ১-এর দেওয়া কোনো নিয়মনীতি মানে না। এই একটি কারণেই তারা একসাথে চলতে পারে না। সেজন্যই ব্যবসায় বা জীবনসঙ্গ হিসেবে এঁরা বেশি দিন একসাথে পথ চলতে পারে না। তবে এঁরা ভালো বন্ধু হতে পারে। সংখ্যা ২-এর সাথে সংখ্যা ৮-এর ব্যবসায়িক সম্পর্ক ভালো হতে পারে। বিয়ের জন্যও এঁরা মোটামুটি মিলে যায়।
সংখ্যা ৯ :
মঙ্গল নিয়ন্ত্রিত সংখ্যা।
শক্ত এবং দৃঢ় চরিত্রের। এরা অল্পে রেগে যায় তবে ভীষণ নিখুঁত স্বভাবের।
এদের মধ্যে যারা ৯, ১৮ ও ২৭ তারিখে জন্মেছে তাদের সঙ্গে মিল হয় ১, ৪ ও ৫ সংখ্যার।
সংখ্যা ১ সংখ্যা ৯-এর জন্য সহায়ক ও ভালো। এরা ব্যবসায় ভালো করে। জীবনসঙ্গী ও বন্ধু হিসেবেও ভালো হয়। তবে সংখ্যা ৪-এর সাথে সংখ্যা ৯-এর কোনো দীর্ঘমেয়াদি সম্পর্কে না জড়ানোই ভালো। কারণ এরা বিপরীতধর্মী। এ ছাড়া সংখ্যা ৫-এর সাথে সংখ্যা ৯-এর সম্পর্ক ভালো যায়।