প্রেমিকের সঙ্গে শপিংয়ে গেলে যা যা করবেন

প্রেমিকের সঙ্গে শপিংয়ের সময় কিছু বিষয়ে খেয়াল রাখুন। ছবি : বোল্ডস্কাই
প্রেমিকার সঙ্গে শপিং! এর থেকে বিরক্তিকর জিনিস আর কিছুই হতে পারে না। বেশির ভাগ প্রেমিকই এমনটা ভাবেন। তাঁদেরই বা কী দোষ বলুন? শপিংয়ের সময় প্রেমিকাদের আচরণ একটু অন্য রকমই থাকে, যা সব প্রেমিকের কাছেই অপছন্দের। তবে প্রেমিকাদের উদ্দেশে বলছি, আর চিন্তা নেই। প্রেমিকের সঙ্গে শপিংয়ে গেলে কী কী করবেন, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। আপনি চাইলে এ পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন—
- আগে থেকেই কী কী কিনবেন, তার শর্টলিস্ট করে নিন, যাতে কেনাকাটার সময় ঝামেলা না হয়। আর আপনার প্রেমিকও যেন বিরক্ত না হয়।
- নিজে কেনাকাটার সময় প্রেমিকের কথা ভুলে গেলে একদমই চলবে না। শপিংয়ের সময় প্রেমিককে না জানিয়ে তাঁর জন্য কোনো উপহার কিনতে পারেন। কেনাকাটা শেষে প্রেমিকের হাতে উপহার তুলে দিলে সে পুরো শপিংয়ের কষ্ট এক নিমেষেই ভুলে যাবে।
- যে জিনিসগুলো কিনবেন, সেগুলোতে আপনাকে ভালো লাগছে কি না—বারবার প্রেমিকের কাছে জানতে চান। আপনি আপনার প্রেমিকের মতামতকে গুরুত্ব দিচ্ছেন—এই অনুভূতি কাজ করলে প্রেমিক স্বেচ্ছায় আপনার সঙ্গে শপিংয়ে যাবে।
- নিজের টাকায় কেনাকাটা করুন। কারণ, প্রেমিকের যেন মনে না হয়, আপনি তাঁকে এটিএম বুথ হিসেবে ব্যবহার করছেন।
- নিজের শপিংয়ের ব্যাগ নিজেই বহন করুন। প্রেমিক সঙ্গে আছে, তার মানে এই নয় যে সব শপিংয়ের ব্যাগ তার কাঁধে তুলে দিতে হবে। আর অনেক প্রেমিকই আছেন, যাঁরা মেয়েদের ব্যাগ বহন করে মার্কেটে ঘুরতে হবে—শুধু এই একটা কারণেই শপিংয়ে যেতে রাজি হন না।
- জিনিসের দাম নিয়ে দোকানদারের সঙ্গে খুব বেশি ঝামেলা করবেন না। মেয়েদের এই বিরক্তিকর অভ্যাসটি সব ছেলেই অপছন্দ করেন। তাই প্রেমিকের সঙ্গে শপিংয়ে গেলে খুব বেশি দামাদামি করবেন না।
- অনেক দোকান ঘোরাঘুরি করার অভ্যাস মেয়েদের পছন্দ হতে পারে, কিন্তু ছেলেদের নয়। আর এমন আচরণের জন্য মেয়েদের সঙ্গে শপিংয়ে যাওয়ার আগ্রহ ছেলেদের থাকে না। তাই কয়েকটি দোকান ঘুরে শপিংয়ের ইচ্ছা থাকলে প্রেমিককে সঙ্গে না নেওয়াই ভালো।