রাশিফল
নতুন বন্ধু পাবেন মেষ, দিন শুভ সিংহের

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩, অধিপতি গ্রহ- বুধ ও বৃহস্পতি, শুভ সংখ্যা- ৩ ও ৫, শুভ বার বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন- পান্না ও কনক পোখরাজ। প্রকৃতভাবে আপনি দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। আপনি উচ্চাভিলাষী। লক্ষ্যে পৌঁছার জন্য কঠোর শ্রম ও সাধনা করতে প্রস্তুত। বাস্তবের আলোকে আপনি পরিকল্পনা করেন। অন্যদের সংগঠিত করা ও নেতৃত্ব দেওয়ার অদ্ভুত গুণ আছে আপনার। তা ছাড়া লক্ষ্যপথ থেকে আপনাকে কোনো কিছুই বিচ্যুত করতে পারে না। আকাশ-কুসুম কল্পনার কোনো অবকাশ নেই আপনার জীবনে। জীবনে অনেক দায়িত্ব আপনার ওপর অর্পিত হতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কথাশিল্পী জন গান্থা, বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড, পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড পানসিল, উদ্ভাবক জন মুসলি, চিন্তাবিদ লিম সে সু।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
নতুন বন্ধুলাভের যোগ আছে। পুরোনো বন্ধুদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। যোগাযোগ শুভ।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ প্রাইজবন্ড বা লটারির টিকেট কিনতে পারেন। উচ্চশিক্ষার্থীদের সময় অনুকূলে থাকবে। বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। তীর্থযাত্রা শুভ।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আজ কোনো অশুভ সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো সমস্যা হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রণয়-সংক্রান্ত বিষয়াদির জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কনিষ্ঠ ভাই বোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। অধীনস্থ কর্মচারীদের যথাযথভাবে কাজে লাগাতে পারবেন। মনোবল বৃদ্ধি পাবে। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূলে থাকবে। ক্রয় বিক্রয় লাভবান হতে পারেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর-মন ভালো থাকবে। সামাজিক কাজকর্মে সুফল পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বিশেষ কোনো ক্ষেত্রে নিজের যোগ্যতার পরিচয় দিতে পারবেন। বিনোদন শুভ। প্রয়োজনীয় কোনো তথ্য হাতে আসতে পারে।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্ততথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো ধরনের আইনগত সমস্যার উদ্ভব হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।