সময় বাঁচানোর ৫ উপায়

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই প্রবাদবাক্যটি ছোটবেলা থেকেই শুনে এসেছেন। কেউ এর মূল্য বুঝতে পারেন আবার কেউ পারেন না। চোখের পলকেই সময় বয়ে যায়। বর্তমানে যদি সময় বাঁচাতে পারেন, তার সুফল পাবেন ভবিষ্যতে। আপনি স্কুলে পড়েন বা বিশ্ববিদ্যালয়ে, বা ভালো কোনো কোম্পানিতে চাকরি করেন, নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই সময়কে মূল্য দিতে হবে।
জীবনধারা বিষয়ক আইএনসি ওয়েবসাইটে কীভাবে সময় বাঁচাবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, একনজরে জেনে নেওয়া যাক, কীভাবে নিজের প্রয়োজনীয় সময় বাঁচাবেন :
১. প্রতিদিনের পরিকল্পনা করুন
দিন শুরু হওয়ার আগে প্রতিদিনের পরিকল্পনা করে ফেলুন। কাজ অনুযায়ী সময় ভাগ করে নিন। সবচেয়ে ভালো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আগেভাগেই একটি তালিকা করে নিতে পারেন। কয়েক মিনিটের কাজ। অথচ দেখবেন, এই সামান্য পরিকল্পনা দিয়ে আপনি পুরো দিনটি কাজে লাগাতে পারবেন।
২. না বলতে শিখুন
অনেকেই আছেন যাঁরা ‘না’ বলতে জানেন না। কেউ কোনো কাজ চাপিয়ে দিলে সেটা না করে আসতে পারেন না। হয়তো আপনার অফিসের বস আপনাকে ঠিক যাওয়ার আগমুহূর্তেই কোনো কাজ দিয়ে দিলেন। কী আর করা! আপনাকে সে কাজ শেষ করেই ফিরতে হলো। এভাবে যদি নিয়মিত আপনি নির্দিষ্ট ছকের বাইরে কাজ করতে থাকেন, তাহলে একটা সময় দেখবেন আপনার নিজের অনেক কাজই জমা পড়ে আছে; যা আপনি সময়ের অভাবে করতে পারেননি। তাই সব সময়ই সব কাজে সম্মতি দেওয়া ঠিক না। তাই বলে বসের সঙ্গে তো আর খারাপ ব্যবহার করা চলে না! একটু বুদ্ধি করে এসব বাড়তি অনুরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। একদিন, দুদিন এভাবে চলতে থাকলে দেখবেন, অপ্রয়োজনীয় কাজ আর ঘাড়ে চেপে বসবে না।
৩. নির্দিষ্ট সময়সীমার আগেই কাজ করুন
নিজেই নিজের কাজের সময়সীমা তৈরি করুন। আর পারলে প্রতিটি কাজ সেই সময়সীমার আগেই শেষ করুন। দেখবেন আপনার অনেকটা সময় বেঁচে যাবে। এই বেঁচে যাওয়া সময়ে আপনি অন্য কাজ করতে পারবেন।
৪. গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন
কোন কাজটি করা গুরুত্বপূর্ণ সেটিকে অগ্রাধিকার দিন। অনেক সময় আমরা অনেকগুলো কাজের মাঝে কোনটা আগে করা দরকার সেটা বুঝি না। আর না বোঝার কারণে দিনশেষে কাজটি থেকেই যায়। তাই কাজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন।
৫. যে জিনিসগুলো সময় নষ্ট করে সেগুলো এড়িয়ে চলুন
আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেকটা সময় নষ্ট করি। সময় বাঁচাতে হবে বলে এগুলো থেকে যে একেবারে দূরে থাকতে হবে, বিষয়টি এমন না। যতটা কম সময় এর পেছনে ব্যয় করা যায় ততই ভালো। তাই যে কাজগুলো আপনার সময়কে নষ্ট করছে, সেগুলো এড়িয়ে চলুন। দেখবেন, আপনার জীবনে অনেক সময় বেঁচে যাবে।