‘ডেট’-এর সময় যে ৭ কাজ করবেন না

একটু ভীতি, একটু স্নায়বিক চাপ, বুকের ভেতর এক অস্থিরতা, তোলপাড়—প্রেমের শুরুর দিকে হয়তো এমনটাই ঘটে। আর প্রথম দিকে দেখা হওয়ার সময়গুলোর তো কথাই নেই। তোলপাড় যেন আরো বেড়ে যায়।
কী বলবেন, কী বলবেন না, কী করবেন, কী করবেন না—এসব নিয়ে চিন্তায় পড়ে যান অনেকে। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কিছু বিষয় আসলেই রয়েছে, যেগুলো ‘ডেট’-এর সময় করা ঠিক নয়। ডেটের সময় করা ঠিক নয়, এমন কিছু বিষয়ে তালিকা জানিয়েছে সম্পর্কবিষয়ক ওয়েবসাইট লাভ ওয়ার্ডস ডটকম।
১. অপরিচ্ছন্ন পোশাক নয়
যেহেতু আপনি একজন বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাই নিজেকে গোছানো, পরিপাটি রাখাটা জরুরি। সম্পর্ক সম্পর্কিত কিছু গবেষণায় দেখা গেছে, প্রায় ২৯ শতাংশ পুরুষ প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার আগে গোসল করেন। মেয়েরাও নিজেদের গুছিয়েই উপস্থাপন করতে চান। আর সম্পর্ক বিশেষজ্ঞরাও এতে মত দেন। গোছানো থাকলে আকর্ষণ ও আগ্রহ দুটোই বাড়ে।
২. দেরি করে যাবেন না
প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ‘ডেট’-এর ক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন সঠিক সময় পৌঁছাতে। এতে সঙ্গী আপনাকে দায়িত্বশীল ও নির্ভরশীল মনে করবে।
৩. ‘প্রাক্তন’দের নিয়ে বেশি কথা নয়
অতীতে আপনার জীবনে কোনো সম্পর্ক থাকতেই পারে। তবে এটি নিয়ে বা প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো নতুন সম্পর্কে। সম্পর্কে ভারসাম্য রাখতে বিষয়টি খুব জরুরি। যতটুকু সম্ভব নিজেদের সময়টি সুন্দরভাবে পার করার চেষ্টা করুন। এতে সম্পর্কে জটিলতা কম হবে।
৪. বিয়ে বা সন্তান এসব নিয়েও বেশি কথা নয়
প্রথম কিছুদিনের প্রেমে বিয়ে বা সন্তান নিয়ে কথা বলা খুব ভারী বিষয়। এতে মনে হবে, আপনি একটু মরিয়া ধরনের। এটি আসলেই ভীতিকর। ধীরে ধীরে এগোন। সময় নিন। আখেরে ভালোই হবে।
৫. পরনিন্দা নয়
আপনি আসলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটাতে গেছেন। পরনিন্দা বা পরচর্চা করতে নয়। আপনাদের সম্পর্কের ভেতর তৃতীয় কাউকে প্রবেশ করতে না দেওয়াই ভালো। তাই নয় কি?
৬. অন্য নারীর সঙ্গে ‘ফ্লার্ট’ নয় বা সম্পর্কে জড়ানো নয়
ভালোবাসা আসলে শ্রদ্ধা ও প্রতিজ্ঞার বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ ম্যানার বা আদবকেতা। আপনি কার সঙ্গে কী আচরণ করছেন, আপনার সঙ্গে থাকা সঙ্গী কিন্তু বিষয়টি খেয়াল করছে। একসময় এ বিষয়টির কারণে আপনার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা হারাতে পারে সঙ্গী। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু বিষয়টি ঘটে।
৭. নিজের কথাই বলবেন না
প্রেমের প্রথম সময়টায় দুজন দুজনার কথা শুনুন এবং বলুন। কেবল নিজের কথাই বলে যাবেন না। সঙ্গীর কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন, তার অনুভূতিগুলো আপনি বোঝার চেষ্টা করছেন।