সম্পর্কে ঝামেলা দূর করার সাত উপায়

নিজেরাই নিজেদের সম্পর্ককে বাঁচিয়ে রাখুন। ছবি : সংগৃহীত
কোন সম্পর্কে ঝামেলা থাকে না বলুন? যেখানে ভালোবাসা আছে সেখানে রাগও আছে। কিন্তু মাত্রাতিরিক্ত ঝামেলা সম্পর্ককে ধ্বংস করতে পারে। সম্পর্কে এমন টানাপড়েন থাকলে নিজেরাই এর সমাধানের চেষ্টা করুন। না হলে একটা সময় আপনাদের মধ্যে বিচ্ছেদও ঘটতে পারে। তাই বিষয়টি নিয়ে মোটেও হেলাফেলা করবেন না।
সম্পর্কের ঝামেলা দূর করতে ব্লুগ্যাপ ওয়েবসাইটে কিছু উপায়ের কথা বলা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
- দুজন দুজনকে কোনো মজার নামে ডাকুন, যা আপনার মুখে কিছুক্ষণের জন্য হলেও হাসি ফোটাবে। এই বিষয়টি আবারও আপনাদের মাঝে প্রেমে ফিরিয়ে আনবে। একবার চেষ্টা করেই দেখুন না?
- যে বিষয়গুলোতে আপনাদের মাঝে ঝগড়া হয় সেগুলো এড়িয়ে চলুন। আর যদি একান্ত ঝগড়া বাধিয়েই ফেলেন, তাহলে শুরুতেই নিজের দোষ স্বীকার করে নিন। দেখবেন, সঙ্গীও আপনাকে বোঝার চেষ্টা করছে। টানাপড়েনের সম্পর্কে এভাবেই প্রাণ ফিরিয়ে আনুন।
- কোন বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয় সেটি জানার চেষ্টা করুন। এরপর নিজেরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করুন। কীভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব সেটি নিয়ে চিন্তা করুন। সঙ্গী যখন দেখবে আপনি বিষয়টি নিয়ে চিন্তিত তখন সেও এগিয়ে আসবে সমাধানের জন্য। কারণ কে বেশিদিন ঝামেলা জমিয়ে রখতে চায় বলুন?
- নিজেরা দূরে কোথাও ঘুরতে চলে চান। অনেকদিনের দূরত্বের কারণে আপনাদের সম্পর্কে অবনতি হয়েছে। কোথাও দুজন মিলে সময় কাটালে হয়তো আবার সেই আগের টান অনুভব করবেন।
- সকালে ঘুম থেকে উঠে সঙ্গীর জন্য এক কাপ কফি বা চা বানিয়ে ফেলুন। সঙ্গী ঘুম থেকে উঠে চমকে যাবে। হয়তো প্রকাশ করবে না, তবে মনে মনে সে ঠিকই খুশি হবে। কতদিন দুজন একসঙ্গে চা খেতে খেতে গল্প করেন না বলুন তো? রাতে বেশ খানিকটা সময় চা খেতে খেতে গল্প করতে পারেন। দেখবেন, সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন।
- ‘তুমি আগেও আমাকে এই কথাটি বলেছো। কিন্তু আমি বিষয়টি সেভাবে পাত্তা দেইনি। আমার ভুল হয়েছে। তুমি আবার বলো আমি শুনছি।’ এভাবে যদি আপনি আপনার সঙ্গীকে একবার বলেন, তাহলে দেখবেন আপনার প্রতি তার রাগ-ক্ষোভ সব দূর হয়ে যাবে।
- নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। একে অন্যকে সাহায্য করুন সেই স্বপ্ন পূরণ করতে। দেখবেন আবারও আপনাদের মাঝে সক্ষমতা তৈরি হবে।