লাল রঙেই আভিজাত্য

একটু আভিজাত্য, খানিকটা স্টাইল আর গতানুগতিক ট্রেন্ডি লুক যেন লাল রঙেই। এই রং যেকোনো তরুণীকে এক নিমেষেই অনন্যা করে তোলে। আর লাল রঙের পশ্চিমা পোশাক হলে তো কথাই নেই! আধুনিকতা ও আভিজাত্যের ষোলোআনা পরিপূর্ণ!
পার্টি পোশাক হিসেবে পশ্চিমা পোশাক বরাবরই জনপ্রিয়। আর গাঢ় লাল রং এই পোশাকের আবেদন যেন কয়েকগুণ বাড়িয়ে দেয়। অফ হোয়াইট মিডিয়াম শর্ট স্কার্ট আর এর ওপরে লাল রঙের টপস। অসাধারণ কম্বিনেশন। যেহেতু শীত, তাই ব্লেজার বা একটু ভারী সোয়েটার হলে মন্দ হয় না। তবে অবশ্যই লাল রঙের ব্লেজার বা সোয়েটার পরুন। দেখতে স্টাইলিশ লাগবে।
এ ধরনের পশ্চিমা আউটফিট ফ্যাশন হাউসগুলোতে পাওয়া যায়। তবে আপনি চাইলে এগুলো বানিয়েও নিতে পারেন। তাহলে শরীরের মাপটা ঠিকঠাক থাকবে। ফিটিংসও ভালো হবে। এ ক্ষেত্রে খুব কম কাপড় হলেই চলবে। যেহেতু শর্ট স্কার্ট, সেহেতু দেড় থেকে দুই গজ কাপড় হলেই হবে। আর ব্লেজারের জন্য তিন গজ কাপড় কিনুন। টপসটা কিনে নেওয়াই ভালো। ঝামেলা কম হবে।
আর কিনতে চাইলে আপনাকে যেতে হবে সেইলর, ফ্রিল্যান্ড, এক্সটাসি, ওয়েসটেক্স, ইয়োলো ও লা রিভে। যেখানে পছন্দের ব্লেজার, টপস ও স্কার্ট খুঁজে পাবেন।
এই পশ্চিমা পোশাকের সঙ্গে সাজেও চাই লালের ছোঁয়া। বেইজ মেকআপের ওপর চোখে টেনে গাঢ় করে কাজল দিন। আর ঠোঁটে দিন গাঢ় লাল রঙের লিপস্টিক। চুলটা পনিটেল করে নিন। দেখতে ভালো লাগবে। গয়না পরার একেবারেই দরকার নেই। আর হাই হিলের জুতা বেছে নিন। সিম্পল থাকলেই এই সাজপোশাকে আপনাকে আরো গর্জিয়াস লাগবে।
পরামর্শ
- ব্লেজারের মাপটা ঠিকঠিক দিন। বেশি বড় না হয়, আবার বেশি ছোট না হয়। তাহলে পরার পর বেমানান লাগবে।
- কেনার আগে স্কার্টের ফিটিংসটা ভালো করে দেখে নিন। না হলে বসার সময় সমস্যায় পড়তে পারেন।
- টপসটা খুব বেশি লম্বা বা ছোট না হয়, খেয়াল করুন। না হলে পরার পর অস্বস্তি লাগতে পারে।
- লিপস্টিকের লাল রং বাছাইয়ের সময় খেয়াল রাখুন, আপনার ত্বকের সঙ্গে যেন বেমানান না লাগে। গাঢ় রঙে ভালো না লাগলে হালকা করে লিপস্টিক দিন।
- বেইজ মেকআপ করার আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। না হলে শীতের সময় মেকআপের পর মুখ বেশি শুষ্ক লাগবে।
মডেল : মুনিয়া, ছবি : ওমর ফারুক টিটু