র্যাডিসনে খাদি উৎসব

দেশীয় পোশাকের মূল উপকরণ খাদি, যা এখন আমাদের ফ্যাশনজগতের অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে। শীতে বরাবরই ফ্যাশনসচেতনদের পছন্দের শীর্ষে থাকে খাদি কাপড়। তাই শীতের ফ্যাশনের কথা মাথায় রেখে ফ্যাশন ডিজাইনিং কাউন্সিল বাংলাদেশ আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘খাদি উৎসব’-এর। গতকাল ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ‘খাদি উৎসব’ চলে আজ ১২ ডিসেম্বর পর্যন্ত।
রাজধানীর হোটেল র্যাডিসনে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এস নানদা, নরওয়ে দূতাবাসের হাইকমিশনার মেরেটা লানদিমো, মহাত্মা গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এই উৎসবের মূল আয়োজন ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ১৮ জন ও ভারতের ছয়জন ডিজাইনার। গতকাল শুক্রবার প্রথম দিনের ফ্যাশন শোতে বাংলাদেশি ডিজাইনারদের মধ্যে অংশগ্রহণ করেন মাহিন খান, এমদাদ হক, শাহরুখ আমিন, শৈবাল সাহা, আফসানা ফেরদৌসী ওয়ার্মি, ফারাহ আনজুম বারি, কুহু, ফারাহ দিবা ও নওশীন খায়ের। আর ভারতীয় ডিজাইনারদের মধ্যে ছিলেন দেবারুন মুখোপাধ্যায়, রিমি নায়েক ও সায়ন্তন সরকার।
আজ দ্বিতীয় দিনে অংশ নিয়েছেন বাংলাদেশি ডিজাইনার বিপ্লব সাহা, লিপি খন্দকার, হুমায়রা খান, চন্দনা দেওয়ান, শাবানা আলী, সামিরা রফিক, তেনজিং চাকমা, মারিয়া সুলতানা ও রিফাত রেজা রাকা। ভারত থেকে ছিলেন পারমিতা বন্দ্যোপাধ্যায়, শান্তনু দাশ ও সংযুক্তা রায়।
ছবি : প্রত্যয় আহমেদ