কোল্ড কফি

গরমের এই সময়টাতে মজাদার কোল্ড কফি আপনাকে প্রশান্তি দেবে। কফির স্বাদে চাঙ্গা হয়ে উঠতে পারেন। কফির এই ভিন্ন স্বাদের রেসিপিটি দেওয়া হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায়। জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন কোল্ড কফি।
উপকরণ
কফি পাউডার দুই চা চামচ, এক গ্লাস লো ফ্যাট দুধ, চিনি স্বাদ অনুযায়ী, দুই চা চামচ ভেনিলা আইসক্রিম এবং বরফ কুচি।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি ব্লেন্ডারে কফি পাউডার, দুধ ও চিনি একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এর পর গ্লাসে ঢেলে আইসক্রিম ও বরফ কুচি দিন। সামান্য কফি পাউডার এবং চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ সুস্বাদু কোল্ড কফি।