এসির প্রভাবে ত্বকের রুক্ষতা? মাখুন নারকেলের দুধের মাস্ক

এপ্রিল মাসের শুরু থেকেই অত্যাধিক গরম পড়েছে। আর গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ছাড়া যেন চলেই না। অফিস, বাড়ি— সব জায়গায় এসির ব্যবহার। গরমের কারণে এখন বাসা বাড়িতেও এসি চালাতে হয়।
দীর্ঘক্ষণ এসিতে থাকার প্রভাব কি ত্বকেও পড়ছে? রুক্ষ হয়ে যাচ্ছে মুখ? তাই ত্বকের যত্ন নিতে তৈরি করে নিন নারকেলের দুধের মাস্ক। ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর নারকেলের দুধ ত্বককে গভীরভাবে আর্দ্র রাখতে সাহায্য করে। বিশেষ করে যাদের ত্বকের ধরন শুষ্ক, তাদের জন্য মাস্কটি বিশেষ উপযোগী। ব্যবহারও সহজ। প্রতিবেদন আনন্দবাজার অনলাইনের
প্রথমে নারকেল কুরিয়ে গরম পানি মিশিয়ে তা থেকে দুধ বের করে নিন। নারকেলের দুধ একটি কাচের বোতলে ভরে ৪-৫দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
– নারকেলের দুধের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে মেখে নিন। মিনিট দশেক রেখে তুলে ফেলুন। এতে মুখে লাবণ্য ফিরবে।
– ত্বক যদি রোদে কালো হয়ে যায়, তাহলে নারকেলের দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে নিন।
– নারকেলের দুধের সঙ্গে এক চা-চামচ ওটস গুঁড়ো মিশিয়েও মুখে মাখতে পারেন। হালকা হাতে মালিশ করলে ত্বক থেকে মৃত কোষ ঝরে যাবে। ফলে ত্বকের আর্দ্রতা বাড়বে।