সন্তানের সামনে অভিভাবকদের যেসব কাজ করা উচিত নয়

অভিভাবকরা সবসময় তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। তারা চায় তাদের সন্তান সমাজের আদর্শ নাগরিক হিসেবে বড় হোক। তবে কখনও কখনও বাবা-মায়েরা না বুঝে সন্তানের সামনে এমন কাজ করেন যা তদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একথা কারও অজনা না যে, বাবা-মায়ের কথা ও কাজ শিশুদের আচরণে অনেক প্রভাব ফেলে, তাই কোন কিছু বলার বা করার আগে সতর্ক থাকা প্রয়োজন। কিছু কাজ আছে যা কখনও সন্তানের সামনে করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক সন্তানের সামনে অভিভাবকদের কোন কাজগুলো করা উচিত নয়।
চিৎকার- অশান্তি
অভিভাবকদের সর্বদা মনে রাখতে হবে যে, তারা কখনোই সন্তানদের সামনে উচ্চস্বরে চিৎকার বা মারামারি করবেন না। তাদের ঝগড়া করতে দেখে শিশুরা বিচলিত ও নিরাপত্তাহীন বোধ করতে পারে। লড়াই করতে দেখলে, তারাও আপনার সঙ্গে তর্ক শুরু করবে। এর পাশাপাশি তারা অশান্তিকেই যেকোনো সমস্যা একমাত্র উপায় হিসেবে বিবেচনা করতে শুরু করবে।
কাউকে খারাপ কথা বলা
আপনি যদি সন্তানের সামনে কাউকে নিয়ে সমালোচনা করেন বা বাজে কথা বলেন, তাহলে তা আপনার সন্তানদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। তাদের জীবনকে প্রভাবিত করবে। আপনার এমন আচরণ দেখে শিশুরা হয়তো বিশ্বাস করবে যে অন্যকে অপমান করা ঠিক।
ক্রমাগত ফোন ব্যবহার
বাড়িতে থাকলে এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সময়ে যতটা সম্ভব কম ফোন ব্যবহার করার চেষ্টা করুন। পারিবারিক সময়ে শিশুদের সামনে ক্রমাগত ফোন বা কম্পিউটার ব্যবহার করা ঠিক নয়। আপনার সন্তান যদি ভবিষ্যতে এটি করে তবে আপনি তাকে থামাতে পারবেন না।
সন্তানের সমালোচনা
আপনি যদি আপনার সন্তানের প্রতিটি অভ্যাস এবং কাজের সমালোচনা করেন এবং তাদের দোষারোপ করেন, তবে এটি তাদের আত্মমর্যাদার ক্ষতি করতে পারে। এটি করা বন্ধ করুন। কারণ তাদের আত্মবিশ্বাসও নড়ে যেতে পারে।