বৃষ্টি ভেজা দিনে মুড়ি মাখা

বৃষ্টির টুপটাপ শব্দ। চারদিকে ভিজে-ভিজে আবহাওয়া। এমন মুহূর্তে হঠাৎ রান্নাঘর থেকে ভেসে আসে পেঁয়াজ, কাঁচা মরিচ আর সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ। চায়ের পেয়ালা হাতে, সামনে মুড়ি মাখা। এ যেন বাঙালির চিরচেনা এক অনুভূতি, যা শুধুই খাবার নয়, বরং একেকটা মিষ্টি স্মৃতি।
বাঙালি ঘরে বৃষ্টির দিনে মুড়ি মাখা যেন একটি অলিখিত নিয়ম। সাধারণ দিনেও মুড়ি জনপ্রিয় হলেও বর্ষায় এর আবেদন বহুগুণ বেড়ে যায়। হালকা-ফুলকা এই খাবারটি যেমন সহজলভ্য, তেমনি তৈরি করতে সময়ও লাগে না। শুধু পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা আর একটু সরিষার তেল মিশিয়ে মুড়ি মাখলেই হয়ে যায় জম্পেশ নাস্তা।
পুষ্টিবিদরা বলছেন, মুড়ি হচ্ছে কম ক্যালরির ও সহজপাচ্য খাবার। এর সঙ্গে পেঁয়াজ ও মরিচ মিশে শরীরকে সতেজ রাখে, আর সরিষার তেল এনে দেয় ভিন্ন স্বাদ ও উষ্ণতার অনুভূতি। ফলে একে শুধু নাস্তা নয়, বরং স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবেও ধরা যায়।
কেউ কেউ মুড়ি মাখা খেতে পছন্দ করেন গরম চায়ের সাথে, আবার কেউবা ভাজি, ডিম বা ডালের সঙ্গে। গ্রামীণ বাংলায় তো বৃষ্টির দিনে ছেলেমেয়েদের আড্ডার প্রধান উপকরণই মুড়ি মাখা।
তাই বৃষ্টির দিনে মুড়ি মাখা শুধু খাবার নয়, এটি একপ্রকার আবেগ।