কাদায় হেঁটে চিঠি বিলি করেন তিনি

উত্তর সাগরে অবস্থিত জার্মানির পেলভর্ম দ্বীপে বাস করেন কুড  সেন। তিনি জার্মান ডাক বিভাগের একজন কর্মী ।তবে অন্যদের চেয়ে আলাদা। কারণ, তাকে সাগর পাড়ি দিয়ে পায়ে হেঁটে পত্র বিলি করতে হয় । ৬৯ বছর বয়সি  কুডকে ভাটার জন্য অপেক্ষা করতে হয় । আবার পানি পর্যাপ্ত না কমলে কাজ করাও সম্ভব নয় ।ছোট দ্বীপ স্যুডেরুগ-এ চিঠি বিলি করেন কুড। চলার পথটি কাদায় পরিপূর্ণ । প্রায় ১০ হাজার জাতের গাছ ও প্রাণীর আবাসস্থল হচ্ছে...