বার্সেলোনার রেকর্ডছোঁয়া জয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/07/photo-1454856051.jpg)
একে তো কোচ লুইস এনরিকের অধীনে শততম ম্যাচ। তার ওপর নিজেদেরই এক রেকর্ড ছোঁয়ার হাতছানি। লেভান্তের মাঠে দুটি অনুপ্রেরণাকে সামনে রেখে নেমেছিল বার্সেলোনা। ২-০ গোলে জিতলেও ভক্তদের মন ভরাতে পারেনি বার্সা। তবে এই জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান আরো মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল বার্সা। রোববারের জয়ের সুবাদে সেই রেকর্ড স্পর্শ করল এনরিকের শিষ্যরা।
২২ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৫৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ২২ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট সংগ্রহ করা রিয়াল মাদ্রিদের অবস্থান তৃতীয়।
লা লিগার পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা লেভান্তের বিপক্ষে খেলার শুরুতেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। দ্বিতীয় মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে লিওনেল মেসি বল জালে জড়িয়ে দিলেও অফসাইডের কারণে রেফারি গোলের বাঁশি বাজাননি।
২১ মিনিটে অবশ্য আফসোস করতে হয়নি বার্সা-সমর্থকদের। যদিও গোলটা ভাগ্যপ্রসূত। বাঁ দিক থেকে নেওয়া জর্দি অ্যালবার ক্রস লেভান্তের ডিফেন্ডার ডেভিড নাভারোর গায়ে লেগে দিক পরিবর্তন করে চলে যায় জালে।
এরপর দীর্ঘক্ষণ গোলের দেখা নেই। অবশেষে ইনজুরি সময়ে মেসির পাস থেকে জয় নিশ্চিত করা গোলটি করেন লুইস সুয়ারেজ। ২০ গোল নিয়ে উরুগুয়ের এই স্ট্রাইকারই এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।