হামজাকে নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক দল ঘোষণা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/haamjaa.jpg)
২০২৭ এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশ, ভারত ছাড়াও অন্য দুটি দল হংকং ও সিঙ্গাপুর। সেই ম্যাচগুলোকে সামনে রেখে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে ৩৮ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। যিনি বর্তমানে ইপিএলের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। জাতীয় দলের সাথে যোগ দিতে আগামী ২০ মার্চ ঢাকায় আসার কথা তার। যদিও ২৮ ফেব্রুয়ারি থেকে হাভিয়ের কাবরেরার অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প্রথম ম্যাচটি সে দেশে গিয়ে খেলতে হবে।
৩৮ সদস্যের প্রিলিমিনারি স্কোয়াড
গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু ভর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত।
মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, পাপন সিংহ, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মুরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, ইমন শরিয়াহ, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোবা, ফাহমেদুল ইসলাম।