বিশ্বকাপে নতুন মাইলফলকের সামনে বাংলাদেশি আম্পায়ার সৈকত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/22/saikat_umpire-icc.jpg)
আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। নারী ও পুরুষদের বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন, প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে পুরুষ ক্রিকেটে শতাধিক ম্যাচ পরিচালনা করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। এবার আরেকটি প্রথম হাতছানি দিচ্ছে তাকে।
আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আইসিসি আজ বুধবার (২২ মে) ঘোষণা করেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচের আম্পায়ারদের নাম। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ২ জুন মুখোমুখি হবে সহ-স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। ম্যাচে সৈকতের সঙ্গে অপর আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ।
গত ওয়ানডে বিশ্বকাপে অনফিল্ড আম্পায়ার হিসেবে পাঁচটি ম্যাচ পরিচালনা করেছিলেন সৈকত। তবে, উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে এবারই মাঠে থাকবেন তিনি। এ ছাড়া, টিভি আম্পায়ার হিসেবে স্যাম নোগাস্কি, চতুর্থ আম্পায়ার হিসেবে ল্যাংটন রুসিয়েরে এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ২০১০ সালে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন সৈকত। সেই থেকে শুরু। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনফিল্ড আম্পায়ার হিসেবে (পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে) ১০টি টেস্ট, ৭৬টি ওয়ানডে এবং ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। এর বাইরে থার্ড আম্পায়ার, ফোর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারি হিসেবেও উল্লেখযোগ্য ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।