রোহিতকে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড
ভারত জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ রোহিত শর্মা। প্রায় এক যুগ পর ভারত আইসিসির কোনো ইভেন্ট রোহিত শর্মার নেতৃত্বে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণকে বিদায় বলেন রোহিত। সামনে আইসিসির আরেকটি ইভেন্ট—চ্যাম্পিয়ন্স ট্রফি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎ রোহিত শর্মা বার্তা পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। বিসিসিআইয়ের তরফ থেকে তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ ভাবতে বলা হয়েছে তাকে। খবর হিন্দুস্তান টাইমসের।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হলেও সম্প্রতি ছন্দহীন কাটছে রোহিতের সময়। টেস্ট কিংবা ওয়ানডে, কোনো ফরম্যাটেই রান নেই ব্যাটে। বয়সও ৩৮। আগামী ওয়ানডে বিশ্বকাপে তার বয়স হবে ৪০। ততদিন ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারবেন কি না, সেটি বড় প্রশ্ন।
সবমিলিয়ে, ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় রোহিত অনেকটাই ব্রাত্য—বিসিসিআইয়ের এমন বার্তায় বোঝা যাচ্ছে সেটি। ভারত চাচ্ছে ওয়ানডে ও টেস্টে নতুন একজন স্থায়ী অধিনায়ক দিতে এবং তা খুব তাড়াতাড়ি। যে কারণে রোহিতের ভাবনা জানতে চেয়েছে তারা। এখন সবটাই ভারতীয় অধিনায়কের ওপর।