মোটরবাইকে ভয় আনুশকার
আনুশকা শর্মাকে এ সময়ের বলিউডের সবচেয়ে সাহসী অভিনেত্রী বলা যায়। ক্যামেরার সামনে থেকে গণমাধ্যমের মুখোমুখি হতে সব সময় সপ্রতিভ। নিজের সম্পর্কের বিষয় নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলতেও দ্বিধা করেন না একদম। অথচ তাঁর একটি বিষয়ে ভয় শুনলে হাসিই পেতে পারে আপনার। এই মেয়েটি নাকি মোটরবাইড়ে চড়তেই পারেন না ভয়ের চোটে, এমনই খবর ব্লুগ্যাপের।
অথচ নিজের প্রথম ছবিতেই কিন্তু বাইকের স্টান্টবাজি দেখিয়ে দিয়েছিলেন তিনি। ‘রব নে বানা দি জোড়ি’তে একই সাথে তাঁর চেহারায় মোটরবাইকে চড়ার জন্য অস্বস্তি দেখা গেছে, আবার সিনেমার দরকারে বাইকের স্টান্টও করেছেন আনুশকা। এরপর লাদাখে ‘জব তক হ্যায় জান’ ছবির শুটিংয়ে শাহরুখের রয়্যাল এনফিল্ড মোটরবাইকে আবারও সওয়ার হতে হয়েছিল আনুশকাকে।
‘মাতরু কি বিজলি কা মনডোলা’ ছবির শুটিংয়ের সময় ভালোমতো টের পাওয়া গিয়েছিল আনুশকার বাইকভীতি। সহ-অভিনেতা ইমরান খানের পেছনে বাইকে চড়তে গিয়ে এতই ভয় পেয়ে গিয়েছিলেন বেচারী, রীতিমতো শুটিংই বন্ধ করে দিতে হয়েছিল!
তবে ভয়ভীতি যতই থাকুক, পেশাদারিত্বের খাতিরে ‘বাইক শট’-এ ঠিকমতো উতরে গেছেন আনুশকা সব সময়ই। কেবল সিনেমার কাজেই নয়, টেলিভিশনের কিছু বিজ্ঞাপনেও বেশ ভালো পারফর্ম করেছেন যেকোনো বাইক সিক্যুয়েন্সে। বাস্তবে মোটরবাইক চড়তে দারুণ ভয়টা কাজ করে এখনো। এ নিয়ে অবশ্য হয়তো বিশেষ দুশ্চিন্তা করার কিছু আছে বলে মনে হয় না। আর যাই হোক, বিরাট কোহলির তো আর ‘বাইকপ্রীতি’ তেমন নেই। কাজেই গাড়িতে দিব্যি ঘুরতে পারেন দুজন!