বেইজিংয়ে আনুশকার ঝলক
অভিনেত্রী থেকে প্রযোজনার ভূমিকায় সফল হয়েছেন আনুশকা শর্মা। ‘এনএইচ১০’-এর সাফল্য কেবল মুম্বাইয়ের বক্স অফিস কিংবা সমালোচক নয়, এখন প্রশংসা কুড়াচ্ছে বাইরেও। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। আনুশকার ঝলমলে উপস্থিতি প্রশংসিত হয়েছে এ উৎসবে, জানা গেল এনডিটিভির খবরে।
ছবির বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার জন্যই বেইজিং গিয়েছিলেন আনুশকা এবং ছবির পরিচালক নবদীপ সিং। আনুশকার পরনে ছিল সোনালি রঙের লেহেঙ্গা, যার ডিজাইন করেছেন শান্তনু ও নিখিল। দেশের সীমানা পেরিয়ে নিজের প্রযোজিত প্রথম ছবি যখন ভিনদেশে প্রদর্শিত হয়, তাতে তো আনুশকার উচ্ছ্বাস হওয়াই স্বাভাবিক। ‘এনএইচ১০’-এর সাফল্যেই হোক আর গর্জিয়াস পোশাকের ঝলকে, আনুশকার উপস্থিতি উৎসবে ছড়িয়েছে দারুণ আভা।
এ উৎসবে যোগ দেওয়ার আগে ১৭ এপ্রিল একটি টুইট করেন আনুশকা। “আজ রাতে চীনের উদ্দেশে রওনা দিচ্ছি আমার প্রযোজিত প্রথম ছবি ‘এনএইচ১০’-এর প্রদর্শনীর জন্য। আর এটা আমার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও বটে। অনেকগুলো প্রথম!!”
বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এটি পঞ্চম আসর। উৎসবে ‘এনএইচ১০’ অংশ নেবে প্রতিযোগিতা বিভাগে।
১৩ মার্চ মুক্তি পাওয়ার পর মাত্র তিনদিনে ছবিটি আয় করেছে ১৩ কোটি রুপি। মুক্তির প্রথম দিনেই সাত কোটি ৮৫ লাখ রুপি আয় করা ছবিটির বাজেট ছিল ১৪ কোটি রুপি। পুরুষপ্রধান সমাজে নারীর নিরাপত্তা, সম্মান এবং অনার কিলিংয়ের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এগিয়েছে ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন নবদীপ সিং।
এতে আনুশকার সঙ্গে অভিনয় করেছেন নিল ভুপালাম। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আনুশকা ও নিল। রোড ট্রিপে ঘুরতে বের হয়ে সন্ত্রাসীদের আক্রমণের স্বীকার হয় তারা। দুর্বিষহ সেই অভিজ্ঞতার কথাই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ‘ম্যারি কম’ ছবির অভিনেতা দর্শন কুমার।