সুদিন ফিরবে তো আনুশকার?
বিশ্বকাপের থেকে সেই যে ঝামেলার শুরু আনুশকা শর্মার, কাটতেই যেন চায় না। এর মধ্যে আবার মন নিয়ে কিসের মুশকিল? না, বিরাট কোহলি-সংক্রান্ত কোনো সমস্যা নয়। মন নিয়ে মুশকিলের বিষয়টি বরং সুখবরই, করন জোহরের পরবর্তী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অন্তর্ভুক্ত হয়েছেন আনুশকা শর্মা।
মুদ্রার উল্টো দিক ‘পিকে’র পরপর খুব দ্রুত দেখে ফেললেন বিরাট কোহলির প্রেমিকা। ‘বম্বে ভেলভেট’-এর জন্য নিজেকে পুরো আলাদা করে সাজিয়েছিলেন, শেষ পর্যন্ত তাতে ভয়াবহ ব্যর্থতা। ‘দিল ধাড়াকনে দো’ বক্স অফিসে ব্যর্থ না হলেও প্রত্যাশিত সাফল্য পায়নি। সঙ্গে বিরাট কোহলি-সংক্রান্ত ঝামেলা তো ঘাড়ে আছেই (সাম্প্রতিক বাংলাদেশ সফরের পর সেটি যে কোনদিকে গড়াবে কে জানে?)! এই সময়ে মোটামুটি সাফল্য বা প্রশংসা, খানিকটা কেবল পেয়েছেন ‘এনএইচ১০’ থেকেই। তবুও সেটি ‘লো বাজেট’ ছবি ছিল বলেই হয়তো মূলধন উঠিয়ে খানিকটা মুনাফা হয়েছে ছবির অভিনেত্রী কাম প্রযোজক আনুশকার। নয়তো বা ব্যর্থতার লিস্ট আরেকটু লম্বা হতে পারত। এ অবস্থায় করন জোহর যদি আবারও মন্দালাগা ক্যারিয়ারে একটু সাফল্য দিতে পারেন, সুদিন ফেরার আশা করতে পারেন আনুশকা।
করন জোহরের জন্যও একটু সাফল্য তো দরকার। সব সময়ের সফল পরিচালক ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পর ফিরছেন পরিচালনায়। মাঝে খল চরিত্রে ‘বম্বে ভেলভেট’ অভিনেতা হয়ে এসেছিলেন, সে অভিষেকটা সাফল্যের মাপকাঠি দিয়ে বিচার করা হলে নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন সদারসিক করন। এর মধ্যে ‘শুদ্ধি’ও কম ভোগায়নি তাঁকে। এসব মুশকিলের আসান খুঁজতে নিশ্চয়ই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’কে সফল করতে চাইবেন করন।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ তারকাবহুল ছবি হতে যাচ্ছে। আনুশকা ছাড়াও এতে রয়েছেন রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০১৬ সালের মাঝামাঝি বড়পর্দায় আসার কথা রয়েছে ছবিটির।