ভারতের জয়ে আনুশকা-স্তুতি!
বিশ্বকাপের সেই ম্যাচটার কথা মনে করুন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে হারলো ভারত, ব্যর্থ হলেন বিরাট কোহলি। বিরাট আউট, অপ্রত্যাশিত আঘাতে স্তম্ভিত তাঁর প্রেমিকা আনুশকা শর্মা। ভারতের অতি-উৎসাহী ক্রিকেটপ্রেমীরা একেবারে ধুয়ে দিয়েছিলেন আনুশকাকে। অথচ, সেই আনুশকারই এখন স্তুতি করা হচ্ছে ভারতের জয়ে! স্কুপহুপে জানা গেল, শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর সামাজিক মাধ্যমে এখন আনুশকাকে ধন্যবাদ জানাচ্ছেন অনেকে।
টুইটারে এই সাধুবাদের পেছনে প্রশংসাকারীদের যুক্তিটাও বেশ সোজা। ভারতের পরাজয়ে যদি আনুশকাকে গালমন্দ করা হয়, তাহলে ভারতের জয়ে নিশ্চয়ই তাঁর প্রশংসা করা উচিত! একইসাথে, তাঁর প্রেমিক যদি খারাপ খেলেন; সেটার দায়ভার তার ওপর চাপিয়েছে অজস্র মানুষ। সে হিসেবে যেহেতু বিরাট এবারে সফল হয়েছেন, কাজেই আনুশকার তো এখন তাদের কাছ থেকে প্রশংসা প্রাপ্য!
এ ব্যাপারে বেশ মজাদার টুইট করেছেন অভিমন্যু কুলকার্নি নামের একজন। ‘১১৭ রানে জিতেছে ভারত। দারুণ খেলেছেন আপনি, আনুশকা শর্মা!’
শ্রীলংকার বিরেুদ্ধে এই টেস্ট সিরিজ জয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাপ্তি নিঃসন্দেহে। ১৯৯৯ সালের পর ২২ বছর শ্রীলংকার মাটিতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। বিরাট কোহলির দল এই জয়ের মাধ্যমে শ্রীলংকার সেই দুর্ভেদ্য দূর্গ ভেঙেছে, কাজেই উচ্ছ্বাস তো একটু হবেই।
অবশ্য এ ব্যাপারে যে যেমনই বলুক না কেন, আনুশকা শর্মা কোনো ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেনিন কোথাও। কোনো ধরনের মন্তব্য করেননি ভারতীয় দলের নতুন অধিনায়ক বিরাট কোহলিও।