ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ১৯৪ কোটি টাকা

সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টা ৩২ মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিটে লেনদেন হয়েছে ১৯৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার। তবে আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ৪৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৩৩ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৭১৪ পয়েন্টে। পরে সেই সূচক উত্থান ধরে রাখতে পারেনি। লেনদেনের শুরুর প্রথম এক ঘণ্টা ৩২ মিনিটে সূচক ডিএসইএক্স আট দশমিক ৯৯ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৯০ দশমিক ৬০ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক চার দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৩ দশমিক শূন্য দুই পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৮ দশমিক ১৬ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারদর।

আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশের শেয়ার। লেনদেন করেছে ১৮ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া সী পার্ল বিচের আট কোটি ৪৪ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের সাত কোটি ৮২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ছয় কোটি ৭৫ লাখ টাকা, টেকনো ড্রাগসের ছয় কোটি ২৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ছয় কোটি ১২ লাখ টাকা, স্কয়ার ফার্মার ছয় কোটি ১০ লাখ টাকা, সিভিও পেট্রোলিয়ামের চার কোটি ৯২ লাখ টাকা, সোনালী পেপারের চার কোটি ২৩ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।