শীর্ষ দশের দখলে ৪৪ শতাংশ লেনদেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/25/dse_1.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) লেনদেন হয়েছে ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা দশটি কোম্পানিতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৩৮ লাখ টাকা। এই দশ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৪৪ দশমিক শূন্য ৯ শতাংশ।
অপরদিক আজ ডিএসইতে প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বাজারে মূলধনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া ৮৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১১৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ৫৬ কোটি ৬০ লাখ টাকা, গ্রামীণফোনের ৫১ কোটি ৫২ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩৭ কোটি সাত লাখ টাকা, সোনালী আঁশের ২৪ কোটি ৪২ লাখ টাকা, ইবনে সিনার ১৯ কোটি ৭৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৫ কোটি ৫৩ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৫ কোটি ১৮ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ৯ কোটি তিন লাখ টাকা এবং রবির আট কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৭১৮ কোটি ৬৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯ হাজার ২৭২ কোটি ৬৮ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৪ হাজার ৩৭০ কোটি ১৯ লাখ টাকা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2024/09/25/dse_2.jpg 517w)
প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩৬ দশমিক ৫০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৫ দশমিক শূন্য চার পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৩ দশমিক ১৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮টির ও কমেছে ৩৫৫টির বা ৮৯ দশমিক ৪২ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৪টির। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।