৫০০ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ সোমবারের (১৭ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাড়ে ১৬ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৫ দশমিক ৮১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে। তবে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে আজকের লেনদেন।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় সাত পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। বিক্রির চাপ বাড়ায় পরে সূচক পতন হয়। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১৬ দশমিক ৫০ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২০৫ দশমিক ৪৩ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ছয় দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৮ দশমিক ৫৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ দশমিক ৮৩ পয়েন্টে।
গতকাল রোববার লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৫০৫ কোটি ১৬ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭২ হাজার ৯৬১ কোটি ৪৪ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৪ হাজার ৮৫৯ কোটি ৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ২২১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি আট লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ২১ কোটি ৫০ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ১১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৯৭ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ১১ কোটি ৬৫ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৯ কোটি ৮৯ লাখ টাকা, বসুন্ধরা পেপারের ৯ কোটি ২১ লাখ টাকা, বিচ হ্যাচারির আট কোটি ৭৫ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের আট কোটি ৪৮ লাখ টাকা এবং বিডি থাইয়ের আট কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৮১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মোজাফফর হোসেন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।