৬৪ শতাংশ কোম্পানির দরপতন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে আজ রোববারের (২৩ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৮ দশমিক ৩৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৩ দশমিক ৫৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে। এদিন লেনদেনের পরিমাণও কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। পরে পতনে ফিরে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১৮ দশমিক ৩৪ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১৮৩ দশমিক ৩৫ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক ৭৭ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক আট দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ দশমিক ২২ পয়েন্টে।
গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪২১ কোটি ২৮ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৯ হাজার ৯৩২ কোটি ৭৮ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৫১৭ কোটি ৮১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ১৬ কোটি ৪১ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১১ কোটি ১৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৯ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ৯ কোটি ৮৩ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের আট কোটি ৭৪ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের আট কোটি ৩৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের আট কোটি ছয় লাখ টাকা, উত্তরা ব্যাংকের ছয় কোটি ৮৬ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের ছয় কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ।