সূচকসহ কমেছে লেনদেন, ৭৩ শতাংশ কোম্পানির দরপতন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ বুধবারের (১৪ মে) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে দুই হাজার ৫৮ কোটি টাকা। এদিন লেনদেন কমে দাঁড়িয়েছে ২৯৪ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুতে শেয়ার বিক্রির চাপে প্রথম ১৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ১৭ পয়েন্ট। এদিন বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ কমে আসে। পাশাপাশি কেনার চাপ বাড়ে। এতে প্রধান সূচক উত্থানে আসে। লেনদেন শুরুর প্রথম ৪২ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৯ পয়েন্ট। এরপর শেয়ার কেনার চাপ কমে বিক্রি বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৮৩৫ দশমিক ৬০ পয়েন্টে।
একইসঙ্গে পতনে রয়েছে ডিএসইর সূচক ডিএসইএস ও ডিএস৩০। আজ ডিএসইএস সূচক ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৩ দশমিক ৪৩ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক সাত দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৯১ দশমিক ১৩ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ২৯৪ কোটি ১৭ লাখ টাকার। গত ২৯ এপ্রিল লেনদেন হয়েছিল ২৯১ কোটি সাত লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৩০১ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৫৫ হাজার ৩৬০ কোটি ২১ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬১টির ও কমেছে ২৯২টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংকের ১১ কোটি ৯৩ লাখ টাকা, মাগুরা মাল্টিপ্লেক্সের ১০ কোটি ৯১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১০ কোটি পাঁচ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৭৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।