দ্বিতীয়বার বার্সেলোনা ছাড়লেন দানি আলভেস

দ্বিতীয়বার বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দানি আলভেস। ৩৯ বছর বয়সী ব্রাজিলীয় ডিফেন্ডার গত নভেম্বরে স্বল্পমেয়াদে চুক্তিতে বার্সায় দ্বিতীয় মেয়াদে স্পেনের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।
আলভেস নিশ্চিত করেছেন তাঁর চুক্তির মেয়াদ বাড়াবেন না। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় বার্সা ভক্তরা, বিদায় বলার সময় এসেছে। আট বছরেরও বেশি সময় ধরে এই ক্লাবে আমি নিজেকে উজাড় করে দিয়েছি। তবে জীবনের সবকিছুর মতো বছরগুলো চলে যায় এবং চলার পথগুলো বদলে যায়। গল্পগুলো কিছু মুহূর্তের জন্য অন্য স্থানে লেখা হয়। এখানেও এমনটাই ঘটেছে।’
আলভেস বার্সেলোনার হয়ে মোট ৪০৮টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৩৯১টি ২০০৮-২০১৬ মৌসুমে খেলেছেন। বাকি ম্যাচগুলো দ্বিতীয় মেয়াদে খেলেছেন।
প্রথম মেয়াদে তিনি ছয়টি লা লিগা শিরোপা, তিনটি চ্যাম্পিয়নস লিগের মুকুট এবং চারটি কোপা দেল রে ট্রফি জিতেছিলেন।
আলভেস এই বছরের শেষের দিকে কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন। এই মাসের শুরুতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছেন।