বার্সেলোনার হয়ে যাঁরা ইতিহাস গড়েছেন তাদের পাত্তা দেয় না ক্লাব!

ব্রাজিলীয় তারকা দানি আলভেস আত্মবিশ্বাসী তিনি এবারের বিশ্বকাপের দলে জায়গা পাবেন। তাই বার্সেলোনা ছাড়ার পর বর্তমান ট্রান্সফার মার্কেটে দল খুঁজছেন এই ব্রাজিলীয় তারকা।
৩৯ বছর বয়সী আলভেস এখনো বিশ্বাস করেন, তিনি আরও অনেক সময় ফুটবল খেলতে পারবেন। আলভেস গার্ডিয়ানকে বলেন, ‘বার্সেলোনায় ফিরে আমি খুশি হয়েছিলাম। আমি দ্বিতীয় পর্বে পাঁচ বছর খেলার আশা করেছিলাম। একমাত্র জিনিসটি আমি পছন্দ করিনি তা হলো আমার বিদায় যেভাবে পরিচালনা করা হয়েছিল।’
ব্রাজিলীয় তারকা আরও বলেন, ‘এটা পরিষ্কার যে আমি ২০ বছর বয়সী নই, আমি এই জিনিসগুলি গোপন না করে সোজা বলতে চাই। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ক্লাবটি ভালো কিছু করেনি। যারা ক্লাবে ইতিহাস তৈরি করেছে তাদের পাত্তা দেয় না। এটা খুবই হতাশার।’
আলভেস আবার ক্যাম্প ন্যুতে খেলার সাবেক সতীর্থ জাভির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমাকে ফিরিয়ে আনার জন্য আমি জাভি এবং সভাপতির কাছে কৃতজ্ঞ। আমি মাঠে দারুণ কিছু তরুণ খেলোয়াড়দের পেয়েছি। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আমি যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেই।’
সেভিয়া থেকে ২০০৮ সালে প্রথমবার বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আলভেস। আট বছর ক্লাবটির হয়ে সব সাফল্য পেয়েছেন। ২০১৬ সালে বার্সেলোনা ছেড়েছিলেন প্রথমবার। এরপর জুভেন্টাস, পিএসজি, সাও পাওলো ঘুরে ২০২১ নভেম্বরে আবার ফিরেন ক্যাম্প ন্যু-তে। সাত মাস পর আবার বিদায় নেন।